Advertisement
২০ এপ্রিল ২০২৪
Kolkata

Kolkata Police: নতুন করে করোনার হানা কলকাতা পুলিশে, ১২ আইপিএস-সহ আক্রান্ত ৯৯, আক্রান্ত বেড়ে ৪৫০

আক্রান্ত পুলিশ কর্মীদের মধ্যে ১২ জন আইপিএস অফিসারও রয়েছেন। এর আগে কলকাতা পুলিশের আক্রান্তের সংখ্যা ছিল ৩৫১ জন।

ফের করোনার হানা কলকাতা পুলিশে।

ফের করোনার হানা কলকাতা পুলিশে। ফাইল চিত্র ।

নিজস্ব সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ১০ জানুয়ারি ২০২২ ১২:৪৬
Share: Save:

ফের করোনার হানা কলকাতা পুলিশ সদস্যদের মধ্যে। নতুন করে করোনা আক্রান্ত হলেন কলকাতা পুলিশের ৯৯ জন সদস্য। আক্রান্ত পুলিশ কর্মীদের মধ্যে ১২ জন আইপিএস অফিসারও রয়েছেন। এর আগে কলকাতা পুলিশের আক্রান্তের সংখ্যা ছিল ৩৫১ জন। ৯৯ জন নতুন করে আক্রান্ত হওয়ার পরে আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়াল ৪৫০ জন।

শহর রক্ষার ভার যাঁদের কাঁধে সেই পুলিশ কর্মীদের উপর করোনার মুহুর্মুহু থাবা উদ্বেগে রেখেছে শহরবাসীদের।

করোনা আবহে প্রথম সারির কর্মী হিসেবে কর্মরত পুলিশেরা নিজেদের কর্তব্য পালনে ব্যস্ত। প্রতিনিয়তই বাইরে বেরিয়ে শহর রক্ষা এবং সচেতনতা প্রচারের কাজে নামতে হয় তাঁদের। এই পরিস্থিতিতে পুলিশ কর্মীদের কোভিডে আক্রান্ত হওয়াকে স্বাভাবিক ভাবেই দেখছেন চিকিৎসক ও বিশেষজ্ঞরা।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Kolkata Kolkata Police COVID-19 Omicron
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE