গরফায় একটি বহুতলের আটতলার ছাদ থেকে নীচে পড়ে মৃত্যু হল এক ব্যক্তির। সোমবার দুপুরের ঘটনা। পুলিশ জানিয়েছে, মৃতের নাম সুতীর্থ হোড় (৫৮)। তাঁর বাড়ি গড়িয়াহাটের ফার্ন রোডে।
পুলিশ সূত্রের খবর, এ দিন দুপুর আড়াইটে নাগাদ গরফা থানা এলাকার পূর্বাচল মেন রোডে আটতলা একটি আবাসনের পিছন দিক থেকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার হয় সুতীর্থের দেহ। তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা মৃত বলে ঘোষণা করেন। পুলিশ জানিয়েছে, সুতীর্থ একটি বিমা সংস্থায় কাজ করতেন। ওই আবাসনের কোনও কোনও আবাসিক তাঁর অধীনে বিমা করাতেন। এ দিন দুপুরে ওই ব্যক্তি সোজা আবাসনের ছাদে ওঠেন এবং সেখান থেকে ঝাঁপ দেন। প্রাথমিক তদন্তে পুলিশ এটিকে আত্মহত্যার ঘটনা বলেই মনে করছে।
তদন্তকারীরা জানান, সুতীর্থের স্ত্রী মারা গিয়েছেন। তাঁর একমাত্র মেয়ে মুম্বইয়ে থাকেন। সুতীর্থ দীর্ঘদিন ধরে অবসাদে ভুগছিলেন। অবসাদজনিত কারণেই তিনি আত্মহত্যার পথ বেছে নেন বলে পুলিশের অনুমান। তবে তদন্তে নেমে গরফা থানার পুলিশ ওই আবাসনের সিসি ক্যামেরার ফুটেজ খতিয়ে দেখছে। বেশ কিছু আবাসিককেও জিজ্ঞাসাবাদ করেছে তারা। এ দিন সন্ধ্যায় ওই আবাসনে গিয়ে দেখা যায়, মূল প্রবেশপথে তালা লাগানো। বাইরের কাউকে ভিতরে ঢুকতে দেওয়া হচ্ছে না। তখনও বহুতলে রয়েছে গরফা থানার পুলিশ।
যদিও প্রশ্ন উঠেছে, গড়িয়াহাটের বাসিন্দা গরফায় গিয়ে আত্মহত্যার পথ বেছে নেবেন কেন? সে বিষয়ে জানতে আবাসিকদের জিজ্ঞাসাবাদ শুরু করেছে পুলিশ। এক পুলিশ আধিকারিক জানান, আবাসনের সিসি ক্যামেরার ফুটেজ দেখা হচ্ছে। একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে তদন্ত শুরু হয়েছে।
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)