বাগুইআটি এলাকার ফয়রাভবনের একটি বাড়িতে ঢুকে মহিলাদের মারধর করার অভিযোগ উঠল। ঘটনাটি ঘটেছে শনিবার রাতে।
প্রাথমিক তদন্তের পরে পুলিশ জানিয়েছে, প্রতি বছর ওই বাড়িতে অন্নপূর্ণা পুজো হয়। শুক্রবার পরিবারের লোকজন স্থানীয় পুকুরে বিসর্জন দিতে গিয়েছিলেন। সেখানে অন্য আর একটি দলও ঠাকুর বিসর্জন দিতে গিয়েছিল। দু’তরফের মধ্যে গোলমাল ও মারামারি হয়। শুক্রবার রাতে পুকুর ঘাটে তখনকার মতো মিটমাট হয়ে যায়। তবে অভিযোগ, এর জেরেই এ দিন ওই বাড়িতে চড়াও হয় একদল। তাদের পরিচয় জানার চেষ্টা করছে পুলিশ।
ওই বাড়ির সদস্য শুভ্র ঘোষ জানান, তাঁর এক দিদিকে অভিযুক্তেরা কটাক্ষ করেছিলেন। তার জেরেই বিসর্জনের ঘাটে গোলমাল হয়। তিনি বলেন, ‘‘এ দিন রাতে ওরা এসে বাড়ির মহিলা ও বয়স্কদের মারধর করে। কুড়ি-পঁচিশ জনের দল ছিল। শুনেছি, স্থানীয় কাঠপোল এলাকার ছেলে। যাওয়ার সময়ে ওই দিকের এক প্রভাবশালী নেতার নাম বলতে বলতে ওরা চলে যায়।’’
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)