খুনের চেষ্টা-সহ অন্তত ৯টি মামলা ঝুলছে একবালপুর অস্ত্রকাণ্ডের ধৃত মহম্মদ শাহবাজের নামে! আগেও তাঁর বিরুদ্ধে বেআইনি অস্ত্র রাখার অভিযোগ উঠেছিল।
গোপন সূত্রে খবর পেয়ে মঙ্গলবার দুপুরে একবালপুর থানার এমএম আলি রোড এলাকার একটি ফ্ল্যাটে হানা দেয় পুলিশ। সেই ফ্ল্যাটের মালিক শাহবাজ। সেই ফ্ল্যাটে তল্লাশি চালিয়ে অনেক অস্ত্র উদ্ধার করে একবালপুর থানার পুলিশ। উদ্ধার হওয়া অস্ত্রগুলির মধ্যে ছিল চারটি দেশি সিঙ্গল শটার, একটি ৯ এমএম দেশি পিস্তল, চারটি খালি ম্যাগাজ়িন, দশটি ৯ এমএম পিস্তলের কার্তুজ, ন’টি রাইফেলের কার্তুজ, দু’টি ছুরি এবং চপার।
আরও পড়ুন:
ওই অস্ত্রগুলি বাজেয়াপ্ত করার পর শাহবাজকে জিজ্ঞাসাবাদ শুরু করে পুলিশ। প্রায় তিন ঘণ্টা জেরার পর মঙ্গলবার সন্ধ্যায় তাঁকে গ্রেফতার করা হয়। সূত্রের খবর, বাজেয়াপ্ত অস্ত্রগুলির কোনও বৈধ কাগজপত্র দেখাতে পারেননি অভিযুক্ত যুবক। তাঁর বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা রুজু করে তদন্ত শুরু করেছে পুলিশ। কোথা থেকে এত অস্ত্র এল, কেন তিনি নিজের ফ্ল্যাটে সেগুলি মজুত করে রেখেছিলেন— এমন নানা প্রশ্নের উত্তর খুঁজছে তারা। তার মধ্যেই জানা গেল, পুলিশের খাতায় আগে থেকেই নাম ছিল ধৃত যুবকের। খুনের চেষ্টার অভিযোগও রয়েছে তাঁর নামে।