Advertisement
২৪ মার্চ ২০২৩
A man was found in pool of blood

ভাঙা কাচ, কলকাতায় এটিএম-এর ভিতরে উদ্ধার রক্তাক্ত যুবক

এটিএম-এর ভিতর থেকে উদ্ধার করা হয় জখম মহম্মদ জাফর আলি ওরফে বান্টিকে (৩৪)। মত্ত অবস্থায় বান্টি নিজেই এটিএম-এর কাচে ঘুষি মারে। কাচ ভেঙে তাঁর শরীরে গেঁথে যায়।

এই এটিএম থেকে উদ্ধার হন রক্তাক্ত যুবক। নিজস্ব চিত্র।

এই এটিএম থেকে উদ্ধার হন রক্তাক্ত যুবক। নিজস্ব চিত্র।

নিজস্ব সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ৩০ সেপ্টেম্বর ২০২০ ২০:০৪
Share: Save:

শহরের ভিতরে একটা এটিএম-এর ভিতর থেকে রক্তাক্ত অবস্থায় এক যুবক উদ্ধার ঘিরে চাঞ্চল্য। ওই ব্যক্তির পায়ে এবং শরীরিরের বিভিন্ন জায়গায় গুরুতর আঘাত লাগলেও, তিনি এখন স্থিতিশীল রয়েছেন। বুধবার দুপুরে ঘটনাটি ঘটেছে সাউথ ক্যানেল রোডে।

Advertisement

পুলিশ সূত্রে খবর, এটিএম-এর ভিতর থেকে উদ্ধার করা হয় জখম মহম্মদ জাফর আলি ওরফে বান্টিকে (৩৪)। মত্ত অবস্থায় বান্টি নিজেই এটিএম-এর কাচে ঘুষি মারে। কাচ ভেঙে তাঁর শরীরে গেঁথে যায়। ওই ঘটনার পর অজ্ঞান হয়ে সেখানেই পড়ে যায় বান্টি। কিন্তু কী কারণে, সে এমন ঘটনা ঘটাল, তা খতিয়ে দেখা হচ্ছে।

এ দিকে ওই ঘটনায় ক্যানেল সাউথ রোডে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। স্থানীয় সূত্রে খবর, ওই যুবককে রক্তাক্ত অবস্থায় এটিএম-এর ভিতরে পড়ে থাকতে দেখা যায়। স্থানীয়রাই পুলিশে খবর দেন। সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে পৌঁছয় প্রগতি ময়দান থানার পুলিশ। উদ্ধার করা হয় বান্টিকে। আপতত সে এনআরএস হাসপাতালে ভর্তি রয়েছেন।

আরও পড়ুন: গায়ে হলুদে সোশ্যাল ডিস্টেন্সিং, মাথা খাটালে সবই সম্ভব

Advertisement

আরও পড়ুন: বাস্তিল দুর্গও ভেঙেছিল জনরোষের চাপে

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, Twitter এবং Instagram পেজ)
Follow us on: Save:
Advertisement
Advertisement

Share this article

CLOSE
Popup Close
Something isn't right! Please refresh.