Advertisement
২৪ এপ্রিল ২০২৪
ভাড়া নিয়ে বিবাদ

১০০ টাকা বেশি না দেওয়ায় যাত্রীকে রডপেটা করল ট্যাক্সি চালক

ফের রাতের শহরে যাত্রীকে মারধরের অভিযোগ উঠল ট্যাক্সি চালকের বিরুদ্ধে। সোমবার দুপুর সাড়ে ১২টা নাগাদ ঘটনাটি ঘটেছে নোনাপুকুর এলাকায়। আশঙ্কাজনক অবস্থায় ওই যাত্রীকে ন্যাশনাল মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি রয়েছেন। ভাড়া নিয়ে বিবাদের জেরে এই গণ্ডগোল বলে জানা গিয়েছে।

আহত মহম্মদ মনসুর আলম।— নিজস্ব চিত্র।

আহত মহম্মদ মনসুর আলম।— নিজস্ব চিত্র।

নিজস্ব সংবাদদাতা
শেষ আপডেট: ০১ সেপ্টেম্বর ২০১৫ ১৮:৩৭
Share: Save:

ফের রাতের শহরে যাত্রীকে মারধরের অভিযোগ উঠল ট্যাক্সি চালকের বিরুদ্ধে। সোমবার দুপুর সাড়ে ১২টা নাগাদ ঘটনাটি ঘটেছে নোনাপুকুর এলাকায়। আশঙ্কাজনক অবস্থায় ওই যাত্রীকে ন্যাশনাল মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি রয়েছেন। ভাড়া নিয়ে বিবাদের জেরে এই গণ্ডগোল বলে জানা গিয়েছে।

সোমবার রাতে পেশায় গাড়িচালক মহম্মদ মনসুর আলম রিপন স্ট্রিট থেকে ছেলেকে নিয়ে ট্যাক্সিতে উঠেছিলেন। তাঁর গন্তব্য ছিল বেক বাগান। ট্যাক্সি চালক শেখ সমীর মিটারে যেতেই রাজি হয়েছিলেন। কিন্তু নোনাপুকুর পৌঁছনোর পর তিনি ভাড়া হিসাবে একশো টাকা বেশি দাবি করেন। তা দিতে রাজি হননি মনসুর। দু’পক্ষের কথা কাটাকাটি কিছু ক্ষণের মধ্যেই হাতাহাতির চেহারা নেয়। তখন সমীরের সহকারী বিবেক চৌধুরি ট্যাক্সি থেকে মনসুরকে নামিয়ে রড দিয়ে মাথায় আঘাত করেন। স্থানীয় মানুষ প্রতিবাদ করলে তাঁরা ওই অবস্থায় মনসুর ও তাঁর ছেলেকে রাস্তায় ফেলে ট্যাক্সি নিয়ে পালিয়ে যান। রক্তাক্ত অবস্থায় তাঁকে ন্যাশনাল মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। এর পর গভীর রাতে সমীর এবং বিবেককে তাঁদের মোমিনপুরের বাড়ি থেকে গ্রেফতার করে পুলিশ। মঙ্গলবার সকালে তাঁদের আদালতে পেশ করা হলে ১০ সেপ্টেম্বর পর্যন্ত পুলিশি হেফাজতের নির্দেশ দিয়েছে আদালত।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

taxi kolkata driver money hospital
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE