ভাইকে খুন করা হয়েছে বলে বালিগঞ্জ থানায় লিখিত অভিযোগ দায়ের করলেন এক মহিলা। দশমীর দিনের ওই ঘটনায় পুলিশ যদিও কাউকে গ্রেফতার করতে পারেনি। মৃতদেহের ময়না তদন্ত করা হচ্ছে। সেই রিপোর্ট পাওয়ার পরে পদক্ষেপ করা হবে বলে পুলিশ জানিয়েছে।
পুলিশ সূত্রের খবর, পদ্মপুকুর রোডের একটি বাড়ি থেকে দশমীর দিন বিকি মল্লিক নামে ত্রিশ বছরের এক যুবকের মৃতদেহ উদ্ধার হয়। সোনা মাহাতো নামে অভিযোগকারিণী মহিলার দাবি, বিকি তাঁর ভাই। বিকির স্ত্রীর সঙ্গে এক জনের বিবাহ-বহির্ভূত সম্পর্ক রয়েছে। সেটা জেনে ফেলাতেই তাঁকে খুন হতে হয়েছে। পুলিশের কাছে তিনি দাবি করেছেন, মৃত্যুর খবর পাওয়ার পরে ঘটনাস্থলে পৌঁছে তাঁরা দেখেন, মৃতদেহ বাড়ি থেকে বার করে নেওয়া হয়েছে। আত্মহত্যা বলে বিষয়টিকে চালানো হয়েছে। পুলিশের দাবি, তারাও গিয়ে বাড়ির বারান্দায় শুয়ে থাকা অবস্থায় মৃতদেহটি দেখেছে।
এর মধ্যেই বিকির ১২ বছরের সন্তান কার কাছে থাকবে, তা নিয়ে জটিলতা তৈরি হয়েছে। অভিযোগকারীরা শুক্রবার থানায় বিক্ষোভ দেখিয়েছেন। তাঁদের দাবি, হোমে পাঠানোর নামে বিকির সন্তানকে তার মায়ের হাতে তুলে দিয়েছে পুলিশ। যদিও পুলিশের দাবি, আইন মেনেই সমস্তটা করা হয়েছে।
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)