Advertisement
০৩ মে ২০২৪

বাইকের মরণ-দৌড় ফের প্রাণ কাড়ল যুবকের

ফের রাতের শহরে ফাঁকা রাস্তায় হেলমেট ছাড়া মোটরবাইকের দৌরাত্ম্যের ঘটনা। গত বৃহস্পতিবার মৌলালির পর এ বার জওহরলাল নেহরু রোডের উপর। এ বার হেলমেটহীন অবস্থায় মোটরবাইক চালাতে গিয়ে দুর্ঘটনার কবলে পড়ে মৃত্যু হল এক যুবকের। অপর যুবক গুরুতর অবস্থায় হাসপাতালে ভর্তি। এই ঘটনায় রাতের শহরে পুলিশের নজরদারি নিয়েও প্রশ্ন উঠেছে।

পুনিত অরোরা

পুনিত অরোরা

নিজস্ব সংবাদদাতা
শেষ আপডেট: ০৬ এপ্রিল ২০১৫ ০২:১৬
Share: Save:

ফের রাতের শহরে ফাঁকা রাস্তায় হেলমেট ছাড়া মোটরবাইকের দৌরাত্ম্যের ঘটনা। গত বৃহস্পতিবার মৌলালির পর এ বার জওহরলাল নেহরু রোডের উপর।

এ বার হেলমেটহীন অবস্থায় মোটরবাইক চালাতে গিয়ে দুর্ঘটনার কবলে পড়ে মৃত্যু হল এক যুবকের। অপর যুবক গুরুতর অবস্থায় হাসপাতালে ভর্তি। এই ঘটনায় রাতের শহরে পুলিশের নজরদারি নিয়েও প্রশ্ন উঠেছে।

শনিবার ভোর তিনটে নাগাদ হেলমেটহীন অবস্থায় মোটরবাইক চালাতে গিয়ে দুর্ঘটনায় পড়েন দুই যুবক, পুনিত অরোরা ও টিঙ্কু হেলা। পুলিশ জানায়, ধর্মতলা থেকে এক্সাইডমুখী ওই মোটরবাইকটি মিডলটন রোড ও জওহরলাল নেহরু রোডের মোড়ে একটি লরির সামনে চলে আসে। আর তাতেই ধাক্কা লেগে ঘটনাস্থলে এক যুবকের মৃত্যু হয়।

ওই মোড়ে থাকা সিসিটিভির ফুটেজ দেখে পুলিশ জেনেছে, লরিটি দেখে বাইকটি জোরে ব্রেক কষে। আচমকা ব্রেকের জেরে সেটি লরিতে ধাক্কা মারে। দুই যুবক রাস্তায় ছিটকে পড়েন আর বাইকটি লরির তলা দিয়ে গলে কয়েক ফুট এগিয়ে যায়। ঘটনার পরই শেক্সপিয়র থানার পুলিশ অচৈতন্য অবস্থায় দু’জনকে উদ্ধার করে এসএসকেএম হাসপাতালে নিয়ে যায়। সেখানে চিকিৎসকেরা পুনিতকে মৃত বলে ঘোষণা করেন। অপর যুবক টিঙ্কুকে রাতেই এনআরএস হাসপাতালে স্থানান্তর করা হয়।

গত বৃহস্পতিবার একই ভাবে হেলমেটহীন অবস্থায় বাইক চালাতে গিয়ে দুর্ঘটনায় পড়েন এক যুবক। শিয়ালদহের মুন্সিবাজারের কাছে ওই ঘটনায় যুবকের মৃত্যু হয়। এক সপ্তাহের মাথায় ফের একই ঘটনা। শহরে হেলমেট ছাড়া মোটরবাইক নিয়ে রেসের প্রবণতা বাড়ছে। পুলিশের নজরদারি এড়াতে বেপরোয়া যুবকেরা রাতে বাইক নিয়ে পথে নামছেন। অভিযোগ, পুলিশ তা জেনেও সেই এলাকাগুলির উপর নজর রাখে না।

কী ভাবে চলে এই বাইকের রেস? পুলিশেরই একটি সূত্র জানাচ্ছে, নির্দিষ্ট একটি দূরত্বে কে আগে মোটরবাইক নিয়ে পৌঁছবেন, তা নিয়েই বাজি ধরেন এঁরা। কখনও একটি মোটরবাইকে তিন জন, কখনও দু’জন। নির্দিষ্ট জায়গায় নিজেদের পৌঁছনোর প্রমাণ হিসেবে কোনও দেওয়ালে কিংবা ল্যাম্পপোস্টে একটি চিহ্ন রেখে ফের শুরুর জায়গায় ফিরে আসেন। পুলিশ জানায়, শনিবারের দুর্ঘটনায় সিসিটিভি ফুটেজে একটির বেশি বাইক দেখা যায়নি। তবে মোটরবাইকটির গতি এতটাই বেশি ছিল, সামনে লরি আসতে তারা ব্রেক কষলেও, তা ধরেনি।

এ দিনই প্রায় একই সময়ে আরেকটি দুর্ঘটনায় আহত হন আর এক মোটরবাইক আরোহী অভিষেক কুমার সিংহ। পুলিশ জানায়, ইএম বাইপাসের উপর ওই দুর্ঘটনায় অভিষেক নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তায় ছিটকে পড়ে যান। তিনি ন্যাশনাল মেডিক্যাল হাসপাতালে চিকিৎসাধীন।

আরও দুর্ঘটনাটি ঘটেছে রবিবার ভোর পৌনে ৬টা নাগাদ। হেস্টিংস থানা এলাকায় একটি কন্টেনার বোঝাই ট্রেলারের সঙ্গে কলকাতা পুরসভার লরির মুখোমুখি সংর্ঘষের ঘটনা ঘটে। এই ঘটনায় লরির চালক কামেশ্বর বৈঠা (৪৯) গুরুতর আহত হন। পুলিশ তাঁকে এসএসকেএম হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা মৃত বলে ঘোষণা করেন।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE