কলকাতার পার্ক সার্কাস এলাকায় ভোররাতে মর্মান্তিক দুর্ঘটনায় প্রাণ হারালেন এক প্রৌঢ়া মহিলা। মৃতার নাম রাবেয়া খাতুন। কলকাতা পুরসভার ৬৫ নম্বর ওয়ার্ডের লোহাপুল এলাকার একটি তিনতলা বাড়িতে এই ঘটনা ঘটে। দুর্ঘটনায় দুই শিশু-সহ মোট তিন জন গুরুতর জখম হয়েছেন। তাঁদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, সোমবার রাত প্রায় ৩টে নাগাদ লোহাপুল এলাকার ওই বাড়ির একতলার সিলিংয়ের চাঙড় আচমকা ভেঙে পড়ে। একতলায় ভাড়া থাকত একটি পরিবার। ঘটনার সময় পরিবারের সদস্যেরা ঘুমিয়ে ছিলেন। তাঁদের উপর সিলিংয়ের বড় অংশ ভেঙে পড়ে। ঘটনাস্থলেই রাবেয়া খাতুনের মৃত্যু হয় বলে স্থানীয়দের দাবি।
আরও পড়ুন:
দুর্ঘটনার পর স্থানীয় বাসিন্দারাই দ্রুত উদ্ধারকাজে হাত লাগান। আহতদের উদ্ধার করে নিকটবর্তী ন্যাশনাল মেডিক্যাল কলেজ ও হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসকেরা রাবেয়াকে মৃত বলে ঘোষণা করেন। আহতদের মধ্যে এক শিশুকে প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হলেও বাকি এক শিশু ও দু’জন প্রাপ্তবয়স্ক এখনও হাসপাতালে ভর্তি রয়েছেন। তাঁদের অবস্থা সঙ্কটজনক বলে জানা গিয়েছে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছোয় পুলিশ। নিরাপত্তার কারণে গলির মুখে ব্যারিকেড বসিয়ে এলাকা ঘিরে ফেলা হয়েছে। স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরেই বাড়িটির রক্ষণাবেক্ষণ করা হয়নি। বাড়ির মালিককে একাধিক বার জানানো হলেও কোনও ব্যবস্থা নেওয়া হয়নি। যদিও এই ঘটনায় এখনও পর্যন্ত থানায় কোনও লিখিত অভিযোগ জমা পড়েনি বলে পুলিশ সূত্রে খবর।