প্রতি বছরের মতো এ বারেও রাজ্য সরকার পরিচালিত দুর্গাপুজোর কার্নিভাল অনুষ্ঠিত হতে চলেছে।
কলকাতার রেড রোডে আজ, রবিবার বিকেলে ওই কার্নিভাল হবে। পুজোর এই বিশেষ শোভাযাত্রাকে কেন্দ্র করে গত কয়েক দিন ধরেই রেড রোডের দু’পাশে গ্যালারি তৈরি-সহ নানা ধরনের প্রস্তুতি নেওয়া হচ্ছিল। সাজিয়ে তোলা হচ্ছিল রেড রোড। শনিবার প্রশাসনের কর্তাব্যক্তিরাও রেড রোড পরিদর্শন করেন। কার্নিভালকে কেন্দ্র করে রবিবার দুপুর থেকে নিরাপত্তায় মুড়ে ফেলা হবে রেড রোড। সেখানে উপস্থিত থাকবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়-সহ বহু বিশিষ্ট মানুষ। সরকারি সূত্রের খবর, বিকেল ৪টে থেকে কার্নিভাল শুরু হবে। চার থেকে সাড়ে চার ঘণ্টা ধরে তা চলবে। কলকাতা পুলিশ সূত্রের খবর, এই উপলক্ষে যানবাহনের অভিমুখ এ জে সি বসু রোড এবং জওহরলাল নেহরু রোডের দিকে ঘুরিয়ে দেওয়া হবে।
নবান্ন সূত্রের খবর, কার্নিভাল উপলক্ষে ২০ হাজার দর্শকের উপস্থিতি আশা করা হচ্ছে। কার্নিভাল দেখানোর জন্য বড় বড় এলইডি স্ক্রিন বসানো হয়েছে রেড রোড। শনিবার সন্ধ্যা থেকেই আলোয় মুড়ে ফেলা হয়েছে রেড রোড। ৯৩ থেকে ৯৫টি পুজো কার্নিভালে যোগদান করবে। সেই সমস্ত পুজোর ট্যাবলো এ দিন রাত থেকেই খিদিরপুর, ইডেন গার্ডেন্স-সহ একাধিক এলাকায় পৌঁছে যাবে সাজানোর জন্য। খিদিরপুরের দিক থেকে রেড রোড ধরে পুলিশ মেমোরিয়ালের দিকে এগিয়ে যাবে কার্নিভালে যোগ দেওয়া ট্যাবলোগুলি। কার্নিভালের সূচনা হবে নৃত্যশিল্পী ডোনা গঙ্গোপাধ্যায় ও তাঁর দলের অনুষ্ঠান দিয়ে। সেখানে উপস্থিত থাকতে বিভিন্ন দেশের দূতাবাস এবং বিদেশি অতিথিদেরও আমন্ত্রণ জানানো হয়েছে। কার্নিভালে উপস্থিত থাকবেন টালিগঞ্জের শিল্পীদের অনেকে। সেই সঙ্গে থাকবেন বহু বিশিষ্ট মানুষ।
আজকের কার্নিভাল উপলক্ষে শনিবার সকাল থেকেই প্রশাসনের তরফে একাধিক বার রেড রোড পরিদর্শন করা হয়েছে। এ দিন সকালে তথ্য-সংস্কৃতি দফতরের প্রতিমন্ত্রী ইন্দ্রনীল সেন, মুখ্যসচিব মনোজ পন্থ, ডিজি রাজীব কুমার–সহ প্রশাসনের একাধিক কর্তা-ব্যক্তি রেড রোড পরিদর্শন করেন। মন্ত্রী ইন্দ্রনীল সেন জানান, সারা বিশ্বের মানুষ ওই অনুষ্ঠান দেখতে পাবেন। সে ভাবেই সবটা আয়োজন করা হয়েছে। মুখ্যসচিব জানান, কার্নিভালে প্রচুর চমক থাকবে।
কার্নিভালের জন্য পূর্ব রেলের শিয়ালদহ ডিভিশন রবিবার দুপুর ২টো থেকে মধ্যরাত পর্যন্ত সপ্তাহের কাজের দিনের সূচি মেনে ট্রেন চালাবে। পূর্ব রেল সূত্রের খবর, কার্নিভাল দেখতে আসা অগণিত দর্শকের কথা মাথায় রেখেই বাড়তি ট্রেন চালাবে তারা। পাশাপাশি, কলকাতা মেট্রোর উত্তর-দক্ষিণ (ব্লু লাইন) এবং ইস্ট-ওয়েস্ট (গ্রিন লাইন) শাখায় তিন জোড়া করে অতিরিক্ত ট্রেন চালানো হবে। মেট্রো পরিষেবার স্বাভাবিক সময়ের পরে দু’টি শাখাতেই ওই ট্রেন ২০ মিনিট ব্যবধানে চলবে। উত্তর-দক্ষিণ মেট্রোয় রবিবার রাতের নিয়মিত পরিষেবা শেষ হওয়ার পরে দক্ষিণেশ্বর থেকে পর পর রাত ৯টা ৫৩ মিনিট, ১০টা ১৩ মিনিট এবং ১০টা ৩৩ মিনিটে তিনটি মেট্রো শহিদ ক্ষুদিরাম স্টেশন অভিমুখে ছাড়বে। উল্টো পথে শহিদ ক্ষুদিরাম স্টেশন থেকে দক্ষিণেশ্বর অভিমুখে রাত ১০টা ৩ মিনিট, ১০টা ২৩ মিনিট ১০টা ৪৩ মিনিটে তিনটি ট্রেন ছাড়বে।
একই ভাবে ইস্ট-ওয়েস্ট মেট্রোয় প্রান্তিক স্টেশন সেক্টর-৫ এবং হাওড়া ময়দান স্টেশন থেকে দু’দিকেই রাত ১০টা ২০ মিনিট, রাত ১০টা ৪০ মিনিট এবং রাত ১১টায় তিন জোড়া মেট্রো পর পর ছাড়বে।
এ ছাড়াও, রেড রোডের কার্নিভাল উপলক্ষে মাঝরাত পর্যন্ত সরকারি, বেসরকারি বাসের পরিষেবাও মিলবে বলে খবর।
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)