Advertisement
E-Paper

মুখ্যমন্ত্রী মমতার হস্তক্ষেপে খুলল জট, সোমে রেড রোডে নমাজের অনুমতি দিল প্রতিরক্ষা মন্ত্রক

খবর, সোমবার দুপুরে ইস্টার্ন কমান্ড থেকে খিলাফত কমিটির সভাপতি তথা মন্ত্রী জাভেদকে রেড রোডে নমাজের অনুমতি দেওয়ার কথা জানানো হয়। পরে নবান্নের শীর্ষ আধিকারিকদের নয়াদিল্লি থেকে প্রতিরক্ষা মন্ত্রকের আধিকারিকেরা নমাজ পাঠের অনুমতি দেওয়ার কথা জানান।

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ০২ জুন ২০২৫ ১৯:০৩
After CM Mamata Banerjee\\\\\\\'s interference defence ministery gave permission to eid namaz to be performed in red road

বাধা উঠল রেড রোডে নমাজ পড়ায়। —ফাইল চিত্র।

শেষ পর্যন্ত আসন্ন ইদ উৎসবে ধর্মতলার রেড রোডে নমাজ পাঠ করার অনুমতি পেলেন মুসলিম ধর্মাবলম্বীরা। গত ৩১ মে ‘ক্যালক্যাটা খিলাফত কমিটি’কে ভারতীয় সেনার ইস্টার্ন কমান্ড জানিয়েছিল, সামরিক প্রশিক্ষণের কারণে কলকাতার রেড রোডে নমাজের অনুমতি দেওয়া সম্ভব হচ্ছে না। এমন কথা জানার পরেই ক্ষোভ প্রকাশ করে রাজ্যের সংখ্যালঘু সম্প্রদায়ের একাংশ। রাজ্যের মন্ত্রী তথা খিলাফত কমিটির সভাপতি জাভেদ আহমেদ খান বিষয়টি জানার পর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দ্বারস্থ হন। নবান্ন সূত্রে খবর, বিষয়টি নিয়ে মুখ্যমন্ত্রী প্রতিরক্ষা মন্ত্রকের আধিকারিকদের সঙ্গে কথা বলার আশ্বাস দেন জাভেদকে। নবান্ন থেকে যোগাযোগ করা হয় সেনার ইস্টার্ন কমান্ডে। গত দু’দিন ধরে নবান্ন থেকে ইস্টার্ন কমান্ড এবং দিল্লিতে প্রতিরক্ষা মন্ত্রকের শীর্ষকর্তাদের সঙ্গে কথা বলে অনুমতি আদায়ের চেষ্টা শুরু হয়।

নবান্ন সূত্রে খবর, সোমবার দুপুরে ইস্টার্ন কমান্ড থেকে খিলাফত কমিটির সভাপতি তথা মন্ত্রী জাভেদকে রেড রোডে নমাজের অনুমতি দেওয়ার কথা জানানো হয়। পরে নবান্নের শীর্ষ আধিকারিকদের নয়াদিল্লি থেকে প্রতিরক্ষা মন্ত্রকের আধিকারিকেরা নমাজ পাঠের অনুমতি দেওয়ার কথা জানান। ফলে আগামী ৭ জুন শনিবার সকাল ৮টায় ইদ-উজ-জোহা উপলক্ষে রেড রোডে নমাজ পড়ায় আর কোনও বাধা রইল না। অনুমতি পাওয়ার পর মন্ত্রী তথা খিলাফত কমিটির সভাপতি জাভেদ বলেছেন, ‘‘রেড রোডে নমাজ পড়ার অনুমতি না মেলার পর আমি মুখ্যমন্ত্রীকে জানিয়েছিলাম। তাঁকে এ বিষয়ে হস্তক্ষেপ করে অনুমতি আদায়ের জন্য অনুরোধ করেছিলাম। তিনি আমাকে সাহায্যের আশ্বাস দিয়েছিলেন। তিনি স্বয়ং তো বটেই, রেড রোডে নমাজের অনুমতি পেতে রাজ্য সরকারের শীর্ষ আধিকারিকদেরও দায়িত্ব দিয়েছিলেন মুখ্যমন্ত্রী। তাঁর সেই প্রচেষ্টা সফল হয়েছে। কলকাতা তথা রাজ্যের সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষজন খুব খুশি। আমি মুখ্যমন্ত্রীকে সকলের তরফে ধন্যবাদ জানাই।’’

প্রসঙ্গত, প্রতি বছর ইদ-উল-ফিতর এবং ইদ-উজ-জোহা উপলক্ষে ধর্মতলার রেড রোডে নমাজ পাঠ করেন মুসলিম ধর্মাবলম্বীরা। কিন্তু এ বার অনুমতি না মেলায় শুরু হয়েছিল চর্চা। এমন পরিস্থিতিতে উৎকণ্ঠা তৈরি হয়েছিল প্রশাসনেও। কিন্তু সোমবার প্রতিরক্ষা মন্ত্রক নমাজ পড়ার অনুমতি দেওয়ায় যাবতীয় উৎকণ্ঠার অবসান হয়েছে বলেই দাবি নবান্নের আধিকারিকদের একাংশের।

red road namaz eid CM Mamata Banerjee
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy