Advertisement
০৫ মে ২০২৪

সল্টলেকে ফের চুরি, প্রশ্নের মুখে নিরাপত্তা

ফের চুরি হল সল্টলেকে। এ বার এফসি ব্লকের শ্রাবণী আবাসনে। রবিবার সকালে ওই আবাসনের বাসিন্দা প্রাক্তন সিপিএম সাংসদ তথা বর্তমানে বিজেপি নেতা ব্রতীন সেনগুপ্তের বাড়িতে চুরি হয়।

নিজস্ব সংবাদাদাতা
শেষ আপডেট: ১২ জুলাই ২০১৫ ১৩:৩১
Share: Save:

ফের চুরি হল সল্টলেকে। এ বার এফসি ব্লকের শ্রাবণী আবাসনে। রবিবার সকালে ওই আবাসনের বাসিন্দা প্রাক্তন সিপিএম সাংসদ তথা বর্তমানে বিজেপি নেতা ব্রতীন সেনগুপ্তের বাড়িতে চুরি হয়।

চুরির খবর পেয়ে ঘটনাস্থলে যায় বিধাননগর দক্ষিণ থানার পুলিশ। প্রাক্তন সাংসদ জানিয়েছেন, দিন সাতেকের জন্য বাড়িতে ছিলেন না তিনি। এ দিন ফিরে এসে তিনি দেখেন বাড়ির গেটে তাঁর লাগানো দু’টি তালা নেই। তার পরিবর্তে দু’টি অন্য তালা লাগানো। তালা ভেঙে ভেতরে ঢুকে তিনি দেখেন উপরতলার ঘরের আলমারি থেকে চুরি গিয়েছে বহু গুরুত্বপূর্ণ কাগজ-সহ টাকা-মোবাইল।

গত কয়েক দিনে পরপর চুরির ঘটনায় এলাকায় নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলেছেন বাসিন্দারা। গত শনিবার বিএল ব্লকের দু’টি বাড়িতে চুরি হয়। এর আগে একটি বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে চুরির পর সাঙ্কেতিক চিহ্ন রেখে যায় চোরেরা। কেবলমাত্র গত সপ্তাহেই চারটি চুরি হয়। এই নিয়ে গত এক মাসে আটটি চুরির ঘটনা ঘটল সল্টলেকে।

এ দিনের ঘটনার জানার পর রীতিমতো ক্ষোভপ্রকাশ করেছেন বিএল ব্লক অ্যাসোসিয়েশনের সেক্রেটারি অরুণ রায়। তিনি বলেন, “একের পর এক চুরির ঘটনায় এলাকায় বাসিন্দারা আতঙ্কিত। এর পরে কি ঘর থেকে বেরোতে পারব না!”

এফসি ব্লকের শ্রাবণী আবাসনে রাজ্যের বহু আমলা-সহ প্রভাবশালী ব্যক্তিদের বাস। আবাসনের নিজস্ব নিরাপত্তারক্ষীও রয়েছে। তা সত্ত্বেও এখানে চুরির ঘটনায় রীতিমতো শঙ্কিত আবাসনের বাসিন্দারা। যদিও আশ্বাসবাণী শুনিয়েছেন পুলিশের এক কর্তা। তাঁর দাবি, এলাকায় একটি নতুন চক্র সক্রিয় হয়েছে। শীঘ্রই এর কিনারা করা যাবে বলে জানিয়েছেন তিনি।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

saltlake police thief money mobile
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE