যাদবপুর বিশ্ববিদ্যালয়ে মন্ত্রীর উপর হামলার মামলায় জামিনে মুক্ত গবেষক হিন্দোল মজুমদারের বিরুদ্ধে লুকআউট নোটিস প্রত্যাহারের প্রক্রিয়ার রিপোর্ট আদালতে পেশ করার নির্দেশ দিলেন আলিপুরের অতিরিক্ত মুখ্য বিচার বিভাগীয় বিচারক।
মঙ্গলবার হিন্দোলের আইনজীবী শিবাশিস পট্টনায়ক আদালতের দৃষ্টি আকর্ষণ করে বলেন, ‘‘মেধাবী গবেষকের বিরুদ্ধে লুকআউট নোটিস জারি করা হয়েছিল। তাঁর মোবাইল ফোন, ল্যাপটপ বাজেয়াপ্ত করা হয়েছে। কিন্তু এখনও পর্যন্ত পুলিশের তরফে ওই নোটিস প্রত্যাহার করার কোনও প্রক্রিয়ার কথা আদালতকে জানানো হয়নি। এরপর আদালত ৯ সেপ্টেম্বর তদন্তকারী অফিসারকে কেস ডায়েরি সমেত আদালতে হাজির হওয়ার এবং ওই নোটিস প্রত্যাহারের প্রক্রিয়ার রিপোর্ট পেশ করার নির্দেশ দিয়েছেন।’’ এ দিন আদালতে সরকারি আইনজীবী বলেন, ‘‘লুক আউট নোটিস প্রত্যাহারের প্রক্রিয়া শুরু করা হয়েছে। শীঘ্রই ওই বিষয়ে সমস্ত রিপোর্ট আদালতে পেশ করা হবে।’’ প্রসঙ্গত, ঘটনার সময়ে হিন্দোল বিদেশে ছিলেন। তাঁর বিরুদ্ধে লুক আউট নোটিস জারি করেছিল পুলিশ। সম্প্রতি বিদেশ থেকে দিল্লিতে ফেরার পরই তাঁকে গ্রেফতার করা হয়।
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)