Advertisement
২৬ এপ্রিল ২০২৪
Old house

বাড়ির একাংশ ভেঙে আটক চার, পরে উদ্ধার

পুলিশ জানায়, বলরাম দে স্ট্রিটের ওই তেতলা বাড়িটি প্রায় ১৫০ বছরের পুরনো। বিপজ্জনক হওয়ায় পুরসভার তরফে আগেই নোটিস দেওয়া হয়েছিল। কিন্তু তার পরেও বাড়ির একাংশে বাসিন্দারা থাকছিলেন।

An image of the broken house

অঘটন: রাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ায় এই বাড়িতেই আটকে পড়েছিলেন চার জন। বুধবার, গিরিশ পার্ক থানা এলাকায়।  ছবি: রণজিৎ নন্দী।

নিজস্ব সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ০৮ জুন ২০২৩ ০৭:৩০
Share: Save:

বর্ষা আসার আগেই উত্তর কলকাতায় ভেঙে পড়ল একটি বিপজ্জনক বাড়ি। মঙ্গলবার রাতে ঘটনাটি ঘটেছে গিরিশ পার্ক থানা এলাকার বলরাম দে স্ট্রিটে। আচমকা ওই বাড়ির একাংশ ভেঙে পড়ায় ভিতরে চার জন আটকে পড়েন। পরে পুলিশ, বিপর্যয় মোকাবিলা বাহিনী এবং দমকলে গিয়ে তাঁদের উদ্ধার করে। তবে কারও আঘাত লাগেনি বলে স্থানীয় সূত্রে জানা গিয়েছে।

পুলিশ জানায়, বলরাম দে স্ট্রিটের ওই তেতলা বাড়িটি প্রায় ১৫০ বছরের পুরনো। বিপজ্জনক হওয়ায় পুরসভার তরফে আগেই নোটিস দেওয়া হয়েছিল। কিন্তু তার পরেও বাড়ির একাংশে বাসিন্দারা থাকছিলেন বলে অভিযোগ। এমনকি, নীচে দোকানও ছিল। জানা গিয়েছে, মঙ্গলবার রাতে তেতলার একাংশ আচমকাই হুড়মুড়িয়ে ভেঙে পড়ে। ধুলোয় ঢেকে যায় আশপাশের এলাকা। আটকে পড়েন চার জন। তবে তাঁদের দ্রুত বার করে আনা হয়েছিল বলে পুলিশ সূত্রের খবর।

স্থানীয় এক বাসিন্দা বলেন, ‘‘রাতের বেলা হঠাৎ হুড়মুড়িয়ে কিছু ভেঙে পড়ার আওয়াজে সবাই আতঙ্কিত হয়ে পড়েন। পাশের বাড়ির একাংশও ক্ষতিগ্রস্ত হয়।’’ এ দিকে ঘনবসতিপূর্ণ এলাকায় এই ঘটনায় চাঞ্চল্য ছড়ায়। ঘটনাস্থলে যান পুরসভার ইঞ্জিনিয়ারেরা। ২৫ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর রাজেশ সিংহ বলেন, ‘‘বাড়িটিতে আগেই নোটিস দেওয়া হয়েছিল। বিপজ্জনকএকাংশ ভেঙে ফেলার কাজও শুরু হয়েছিল। পুরসভার তরফে পুরো বাড়িটিই ভেঙে ফেলা হবে। সেই কাজ শুরু হয়েছে।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Old house Danger Kolkata Municipality Corporation
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE