অ্যাপ ক্যাব ধর্মঘটে প্রথম দিনেই নাজেহাল হতে হয়েছে যাত্রীদের। দ্বিতীয় দিনে সেই দুর্ভোগ আরও বাড়ল। কারণ, এ বার অ্যাপ ক্যাবের সঙ্গে লাক্সারি ট্যাক্সি অ্যাসোসিয়েশন এবং হলুদ ট্যাক্সির একাংশও সেই ধর্মঘটে সামিল হল। সোমবারের মতো মঙ্গলবারও ধর্মঘটে বিক্ষিপ্ত ঝামেলা হয়েছে। এ দিন ওয়েলিংটনের কাছে হলুদ ট্যাক্সি আটকে ভাঙচুরের চেষ্টা করেন ধর্মঘটীরা। জোর করে যাত্রীদের নামিয়ে দেওয়ার চেষ্টা হয় বলে অভিযোগ। এআইটিইউসি- সমর্থক হলুদ ট্যাক্সির চালকেরা সুবোধ মল্লিক স্কোয়্যার থেকে লালবাজারের উদ্দেশ্যে মিছিল করেন। তখনই হামলার ঘটনা হয়েছে বলে অভিযোগ।
সূত্রের খবর, কলকাতায় চলা প্রায় ১২০০০ হলুদ ট্যাক্সির মধ্যে ধর্মঘটীদের সংখ্যা প্রায় ৩০০০। ধর্মঘটের ডাক দেওয়া পশ্চিমবঙ্গ ট্যাক্সি অপারেটর্স কো-অর্ডিনেশন কমিটির সদস্যরা অবশ্য রাস্তায় নেমে অন্য ট্যাক্সিচালকদের বাধা দেবেন না বলেই জানিয়েছেন। যাতে কোনও ট্যাক্সি যাত্রী প্রত্যাখ্যান না করে তাই কলকাতা এবং বিধাননগর পুলিশও যাত্রীদের সাহায্য করছে। এখনও পর্যন্ত বাধার খবর সামনে আসেনি। পুলিশ সাধ্যমতো চেষ্টা করলেও রাস্তায় ট্যাক্সির সংখ্যা অত্যধিক কমে যাওয়ায় চূড়ান্ত হয়রানির শিকার হতে হচ্ছে যাত্রীদের। বিশেষ করে সমস্যায় পড়ছেন শিয়ালদহ, হাওড়া রেলস্টেশন এবং বিমানবন্দরের যাত্রীরা।
কারণ, গতকাল, সোমবার অ্যাপ ক্যাবে বুকিং না পেলেও প্রি-পেড ট্যাক্সি বুথ থেকে তাঁরা ট্যাক্সি পেয়ে যাচ্ছিলেন। কিন্তু আজ প্রি-পেড বুথে ট্যাক্সির সংখ্যা যাত্রী সংখ্যার তুলনায় অনেক কমে যাওয়ায় বেশিরভাগ যাত্রীই গন্তব্যে পৌঁছনোর জন্য কোনও ট্যাক্সি পাচ্ছেন না। এ দিন লম্বা লাইন চোখে পড়ে বিমানবন্দর এবং রেলস্টেশনের প্রি-পেড ট্যাক্সির বুথে।