Advertisement
২৬ এপ্রিল ২০২৪

শহরের পথে ছিনতাই হল অ্যাপ-ক্যাব

গভীর রাতে অ্যাপ-ক্যাবের চালককে বুকিং ছাড়াই নিয়ে যাওয়ার জন্য কাকুতিমিনতি করে অনুরোধ জানিয়েছিলেন চার যুবক। তাঁদের উঠেও নিয়েছিলেন চালক।

প্রতীকী ছবি।

প্রতীকী ছবি।

নিজস্ব সংবাদদাতা
শেষ আপডেট: ০৫ নভেম্বর ২০১৭ ০১:৪৫
Share: Save:

রক্তের খুব দরকার, যত তাড়াতাড়ি সম্ভব হাসপাতালে পৌঁছতে হবে। তাই গভীর রাতে অ্যাপ-ক্যাবের চালককে বুকিং ছাড়াই নিয়ে যাওয়ার জন্য কাকুতিমিনতি করে অনুরোধ জানিয়েছিলেন চার যুবক। তাঁদের উঠেও নিয়েছিলেন চালক। কিন্তু কিছুক্ষণ পরেই ওই ক্যাবের চালক বুঝতে পারেন, হাসপাতালে যাওয়ার কথা বানানো। আসলে ওই চার জনই দুষ্কৃতী। কিন্তু ততক্ষণে তাঁর হাত থেকে বেরিয়ে গিয়েছে পরিস্থিতি।

অভিযোগ, সেই দুষ্কৃতীরাই এক সময়ে ক্যাবটি ছিনিয়ে নিয়ে শহর থেকে শহরতলির বিভিন্ন জায়গায় ঘুরপাক খেয়েছে রাতভর। শেষে ভোরে ডানলপের কাছে অশোকগড় পুরনো বাজারের সামনে চালককে ধাক্কা দিয়ে ফেলে ক্যাবটি নিয়ে চম্পট দেয় ওই চার জন। অনেকটা সিনেমার চিত্রনাট্যের মতো এই ঘটনায় কতটা সত্যতা রয়েছে, তা নিয়েও অবশ্য ধন্দে প্রকাশ করেছে পুলিশ। ব্যারাকপুরের পুলিশ কমিশনার সুব্রত মিত্র বলেন, ‘‘অভিযোগকারী ওই চালকের কথা কতটা ঠিক, তাও খতিয়ে দেখা হচ্ছে। পাশাপাশি, খোঁজ চলছে দুষ্কৃতীদের।’’

পুলিশ সূত্রের খবর, গত ১ নভেম্বর বুধবার রাতে ঘোলা রামকৃষ্ণপার্কে ভাড়া নিয়ে গিয়েছিলেন বরাহনগরের নীরঞ্জন সেন নগরের বাসিন্দা তথা ওই অ্যাপ-ক্যাবের চালক কৌশিক হালদার। ক্যাবটির মালিক মুকুন্দ দাসও বরাহনগরের বনহুগলি এলাকার বাসিন্দা। কৌশিকের দাবি, ওই রাতে পৌনে তিনটে নাগাদ ঘোলায় যাত্রী নামিয়ে তিনি সবে সোদপুর-মধ্যমগ্রাম রোডে এসে উঠেছেন। সেই সময়েই চার যুবক আচমকা তাঁর গাড়ির সামনে এসে হাত দেখিয়ে দাঁড় করান। ওই যুবকেরা জানান, আর জি কর হাসপাতালে তাঁদের এক রোগী ভর্তি রয়েছেন। রাতেই রক্তের দরকার, যত তাড়াতাড়ি সম্ভব হাসপাতালে যেতে হবে। তাই ওই যুবকেরা কৌশিকের দাবি, ‘‘আমি ওঁদের জানিয়ে দিই, ক্যাবে এমন ভাবে যাত্রী তোলা যায় না। কিন্তু ওঁরা তা মানতে চাননি। জোর করেই উঠে পরেন গাড়িতে।’’

কৌশিকের আরও দাবি, ঘোলা থেকে সোজা ডানলপ মোড়ে এসে গাড়ি থামিয়ে তিনি ওই যুবকদের জানিয়ে দেন, তাঁর পক্ষে আর যাওয়া সম্ভব নয়। ডানলপ থেকে যেন অন্য ট্যাক্সি ধরে নেন তাঁরা। অভিযোগ, এর পরেই চার যুবকই নেমে পরেন ক্যাব থেকে। তিন যুবক এসে দাঁড়ান চালকের জানলার সামনে। কত ভাড়া হয়েছে জানতে চেয়েই এক যুবক রিভলভারের বাঁট দিয়ে তাঁর মাথার পিছনে আঘাত করেন বলেও অভিযোগ কৌশিকের। তাঁর কথায়, ‘‘এর পরেই আমার কলার ধরে চড়-থাপ্পড় মেরে গাড়ি থেকে টেনে নামিয়ে পিছনের সিটে বসিয়ে দেওয়া হয়। দু’জন দু’পাশে বসে কপালে রিভলভার ধরে রাখেন। ওঁদেরই দু’জন গিয়ে গাড়ির সামনে বসেন। তার মধ্যে এক জন গাড়ি চালাতে শুরে করেন।’’

পুলিশকে অভিযোগে ওই চালক আরও জানান, ডালনপ থেকে গাড়িটি চলে যায় শ্যামবাজারে। সেখান থেকে উল্টোডাঙা, করুণাময়ী ঘুরে গাড়িটি চলতে শুরু করে দমদম বিমানবন্দরের দিকে। কৌশিক বলেন, ‘‘কপালে রিভলভার ঠেকিয়ে আমাকে চড়, ঘুষি মারা হতে থাকে। ওঁরা দাবি করেন, আমাকে এটিএম থেকে আড়াই লক্ষ টাকা তুলে দিতে হবে।’’ এর পরে গাড়িটি এসে দাঁড়ায় বিমানবন্দরের আড়াই নম্বর গেটের সামনে। অভিযোগ, সেখানে একটি এটিএমেও নিয়ে যাওয়া হয় কৌশিককে। কিন্তু তিনি দেখিয়ে দেন অ্যাকাউন্টে অত টাকা নেই। এর পরে বেলঘরিয়া এক্সপ্রেসওয়ে ধরে দক্ষিণেশ্বরের দিকে আসার পথেই কৌশিকের থেকে টাকার ব্যাগ, তাঁর এবং ক্যাবের নিজস্ব মোবাইল, ভাড়া বাবদ আয় হওয়া আড়াই হাজার টাকা কেড়ে নেওয়া হয়। এর পরে অশোকগড় পুরনো বাজারের সামনে ধাক্কা দিয়ে ফেলে দেওয়া হয় কৌশিককে। তিনি জানান, ফেলে দিয়ে চম্পট দেওয়ার আগে ওঁরা হুমকি দিয়ে যায় তাঁকে। কৌশিকের দাবি, তাঁকে বলা হয়, ‘প্রাণে মারলাম না। তবে পুলিশকে সব বললে তোকে খুঁজে বার করে মেরে দেব। মনে রাখিস।’

কৌশিক ফিরে তাঁর মালিককে সব জানান। পরে তাঁরা বরাহনগর থানায় জানালে পুলিশ সিসিটিভি-র ফুটেজ দেখে দক্ষিণেশ্বর ও সিঁথির মোড়ের দিকে গাড়িটির গতিবিধির হদিস পায়। তবে মুকুন্দ ও কৌশিকের দাবি, বরাহনগর থানা থেকে তাঁদের জানানো হয়, গাড়ি ছিনতাইয়ের বিষয়ে অভিযোগ জানাতে হবে ঘোলা থানায়। কারণ, ওই এলাকা থেকেই যুবকেরা ক্যাবে উঠেছিলেন। কৌশিক বলেন, ‘‘ঘোলা থানা দু’দিন ঘুরিয়ে অবশেষে শনিবার অভিযোগ নিয়েছে।’’

কিন্তু নিয়মমতো, রাজ্যের যে কোনও থানাতেই সব অভিযোগ দায়ের করা যায়। তা হলে বরাহনগর থানা কেন মুকুন্দ ও কৌশিককে ঘোলায় পাঠাল, এই ঘটনায় প্রশ্ন উঠেছে তা নিয়ে। ঘোলা থানাই বা কেন তৎক্ষণাৎ অভিযোগ না নিয়ে দু’দিন ধরে ঘোরাল, তা নিয়েও আছে প্রশ্ন। সুব্রতবাবু এ দিন বলেন, ‘‘ ছিনতাইয়ের বিষয়টি দেখার পাশাপাশি থানাগুলির ভূমিকাও খতিয়ে দেখা হচ্ছে।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

App cab Snatching Dunlop
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE