দাদা তাঁর বান্ধবীর সঙ্গে পাহাড়ে ঘুরে বেড়াচ্ছেন। সেই সুযোগে ওই তরুণীর ফাঁকা বাড়িতে ঢুকে লক্ষাধিক টাকার গয়না নিয়ে চম্পট দিল যুবকের ভাই। সম্প্রতি বাগুইআটি থানা এলাকার একটি চুরির ঘটনার তদন্তে নেমে এমন তথ্য পেয়েছে পুলিশ। ওই ঘটনায় ভাই এবং দাদা, দু’জনকেই গ্রেফতার করা হয়েছে। ধৃতদের নাম শ্যামাচরণ দাস এবং রামচরণ দাস। তাদের জেরা করে মঙ্গলবার পাঁচ লক্ষ টাকার সোনার গয়না উদ্ধার হয়েছে।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, চলতি মাসের শুরুতে বাগুইআটি থানা এলাকার একটি ফাঁকা বাড়িতে চুরির অভিযোগ দায়ের হয়। তদন্তে নেমে জানা যায়, অভিযোগকারিণী এবং তাঁর দিদি উত্তরবঙ্গে বেড়াতে গিয়েছিলেন। অভিযোগকারিণীর এক বন্ধু যুবকও সফরসঙ্গী হয়। তারই ভাইকে অভিযুক্ত হিসেবে গ্রেফতার করে জেরা করতেই আসল ঘটনা প্রকাশ্যে আসে।
তদন্তে নেমে সিসি ক্যামেরার ফুটেজ দেখে রামচরণকে চিহ্নিত করে পুলিশ। তাকে পূর্ব মেদিনীপুরের হেঁড়িয়া থেকে গ্রেফতার করা হয়। তাকে জেরা করে পুলিশ জানতে পারে যে, দাদা শ্যামাচরণের কাছ থেকে ওই বাড়ির চাবি সে পেয়েছিল। এর পরেই শ্যামাচরণকে গ্রেফতার করা হয়। জেরায় উঠে আসে, শ্যামাচরণই অভিযোগকারিণীর বন্ধু। অভিযোগকারিণী এবং তাঁর দিদির সঙ্গে সে-ই উত্তরবঙ্গে ঘুরতে গিয়েছিল। তার আগে সে ওই বাড়ির চাবিও কায়দা করে জোগাড় করে রেখেছিল। দাদা এবং ভাইয়ের চুরির এমন কৌশলে হতবাক তদন্তকারীরাও।
প্রাথমিক ভাবে ঘটনাটি পরিকল্পিত বলে অনুমান তদন্তকারীদের। জেরায় তেমন ইঙ্গিতই মিলেছে বলে জানিয়েছে পুলিশ।
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)