Advertisement
১৯ এপ্রিল ২০২৪
Kolkata News

পাতালেও ধুন্ধুমার! নজিরবিহীন ভাবে ময়দানে মেট্রো আটকালেন ধর্মঘট সমর্থকরা

ধর্মঘটের আঁচ পৌঁছে গেল পাতালেও! মঙ্গলবার দুপুরে আচমকা পতাকা, প্ল্যাকার্ড নিয়ে ধর্মঘটীরা ময়দান মেট্রো স্টেশনে ঢুকে পড়েন। স্লোগান দিতে দিতে তাঁরা স্টেশনে বসে পড়়েন। শুধু তাই নয়, স্টেশনে দমদমগামী মেট্রো ঢুকতেই ধর্মঘটীরা চালকের কেবিনে ঢুকে পড়েন।

ময়দান মেট্রো স্টেশনে বন্‌ধ সমর্থনকারীদের প্রতিবাদ। নিজস্ব চিত্র।

ময়দান মেট্রো স্টেশনে বন্‌ধ সমর্থনকারীদের প্রতিবাদ। নিজস্ব চিত্র।

নিজস্ব সংবাদদাতা
শেষ আপডেট: ০৮ জানুয়ারি ২০১৯ ১৬:৩৬
Share: Save:

ধর্মঘটের আঁচ পৌঁছে গেল পাতালেও! মঙ্গলবার দুপুরে আচমকা পতাকা, প্ল্যাকার্ড নিয়ে ধর্মঘটীরা ময়দান মেট্রো স্টেশনে ঢুকে পড়েন। স্লোগান দিতে দিতে তাঁরা স্টেশনে বসে পড়়েন। শুধু তাই নয়, স্টেশনে দমদমগামী মেট্রো ঢুকতেই ধর্মঘটীরা চালকের কেবিনে ঢুকে পড়েন। যার ফলে বেশ কিছুক্ষণ মেট্রো চলাচল ব্যহত হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কলকাতা পুলিশের পাশাপাশি হিমশিম খেতে হয় আরপিএফ কর্মীদের।

এ দিন বেলা সাড়ে ৩টে নাগাদ আচমকা কংগ্রেসের শ্রমিক সংগঠন আইএনটিইউসি-র সমর্থকদের অভিনব প্রতিবাদে আতঙ্কিত হয়ে পড়েন যাত্রীরা। সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে পৌঁছয় কলকাতা পুলিশের বিশাল বাহিনী। এর পরই ধর্মঘটীদের সঙ্গে প্ল্যাটফর্মেই হাতাহাতি শুরু হয়। কোনো রকমে সেখান থেকে আন্দোলনকারীদের স্টেশন থেকে সরিয়ে দেওয়া হয়।

পুলিশ সূত্রে খবর, এই ঘটনায় আইএনটিইউসি সমর্থকদের গ্রেফতার করা হয়েছে। আপতাত মেট্রো চলাচল স্বাভবিক। কিন্তু এই ঘটনার পর প্রতিটি স্টেশনেই অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

উল্লেখ্য, কেন্দ্রীয় সরকারের নীতির প্রতিবাদে দেশজুড়ে ১৮ টি শ্রমিক সংগঠন ধর্মঘটে সামিল হয়েছে। মঙ্গলবার সকাল ৬ টা থেকে শুরু হয়েছে ৪৮ ঘণ্টার ধর্মঘট।

আরও পড়ুন: লাইভ: গাড়িতে ভাঙচুর, বিক্ষোভকারী-পুলিশের ধস্তাধস্তি, বন‌্ধ ঘিরে রাজ্য জুড়ে বিক্ষিপ্ত

আরও পড়ুন: সকাল থেকে রেল অবরোধে নাকাল যাত্রীরা, বেলা গড়াতে স্বাভাবিক পরিস্থিতি

(কলকাতার ঘটনা এবং দুর্ঘটনা, কলকাতার ক্রাইম, কলকাতার প্রেম - শহরের সব ধরনের সেরা খবর পেতে চোখ রাখুন আমাদেরকলকাতাবিভাগে।)

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE