Advertisement
০৫ ডিসেম্বর ২০২৩
Saugata Roy

Sukanta Majumdar attacks Saugata Roy: লুঙ্গি পরে জলমগ্ন রাস্তায় ওঁকে বেরতে দেখলে কষ্ট হয়, সৌগতকে কটাক্ষ সুকান্তের

বিগত কয়েক দিনের টানা বৃষ্টিতে জলমগ্ন কলকাতা শহরের অধিকাংশ এলাকা। এলাকার পরিস্থিতি ঘুরে দেখতে লুঙ্গি পরে রাস্তায় নেমে পড়েছিলেন সৌগত।

তৃণমূল সাংসদ সৌগত রায়কে এ বার পাল্টা বিঁধলেন বঙ্গ বিজেপি-র অধুনা রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার

তৃণমূল সাংসদ সৌগত রায়কে এ বার পাল্টা বিঁধলেন বঙ্গ বিজেপি-র অধুনা রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার

নিজস্ব সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ২২ সেপ্টেম্বর ২০২১ ১৭:২৫
Share: Save:

তৃণমূল সাংসদ সৌগত রায়কে এ বার পাল্টা বিঁধলেন বঙ্গ বিজেপি-র অধুনা রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। দিন দুয়েক আগে লুঙ্গি পরে হাঁটুজল ঠেলে নিজের বাড়ির সামনের রাস্তায় হাঁটতে দেখা গিয়েছিল সৌগতকে। তা নিয়েই তীব্র কটাক্ষ করলেন সুকান্ত।

বিগত কয়েক দিনের টানা বৃষ্টিতে জলমগ্ন কলকাতা শহরের অধিকাংশ এলাকা। সেই পরিস্থিতি ঘুরে দেখতেই লুঙ্গি পরে রাস্তায় নেমে পড়েছিলেন সৌগত। ওই প্রসঙ্গ টেনে সুকান্ত বললেন, ‘‘সৌগতবাবু এক সময়ে কেন্দ্রীয় মন্ত্রী ছিলেন। ফিজিক্সের অধ্যাপকও। ওঁকে এই দুরবস্থায় দেখে সত্যিই কষ্ট হয়। ভবিষ্যতে ওঁকে দুয়ারে নৌকা প্রকল্পের সুবিধা নিতে হবে।’’

সময়ের আগে দিলীপ ঘোষকে সরিয়ে সুকান্তকে বিজেপি-র রাজ্য সভাপতি পদে বসানো নিয়ে সৌগত বলেছিলেন, ‘‘এটা প্রত্যাশিত ছিল। সংসদে অধিবেশনের সময় শুনেছিলাম দিলীপ ঘোষ সরছেন এবং সুকান্ত মজুমদার নতুন রাজ্য সভাপতি হচ্ছেন। দিলীপ ঘোষের নিজে থেকেই পদত্যাগ করা উচিত ছিল। যে সভাপতির নেতৃত্বে দল হেরে যায় তাঁর সাধারণত পদত্যাগ করা উচিত। সুকান্ত মজুমদার নতুন। বাংলাকে চিনতেই তাঁর অনেক সময় লেগে যাবে। তত দিনে বিজেপি বাংলায় ক্ষয়ও হয়ে যাবে।’’ সেই প্রসঙ্গেও এ দিন সুকান্ত বললেন, ‘‘বিজেপি কী ভাবে নির্বাচনে লড়বে, তা নিয়ে সৌগতবাবুকে ভাবতে হবে না। নিজের দল নিয়ে ভাবুন উনি।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on: Save:
Advertisement

Share this article

CLOSE