কসবার এক হোটেলের ঘর থেকে যুবকের রক্তাক্ত দেহ উদ্ধারকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়াল। কী ভাবে ওই যুবকের মৃত্যু হল, তা নিয়ে রহস্য দানা বেঁধেছে। খুন, না কি মৃত্যুর নেপথ্যে অন্য কোনও কারণ রয়েছে, তা খতিয়ে দেখছে কসবা থানার পুলিশ। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছেছে ফরেন্সিক দল এবং ডগ স্কোয়াড। ঘটনাস্থলে গিয়েছেন কলকাতা পুলিশের যুগ্ম পুলিশ কমিশনার (অপরাধ) রূপেশ কুমার।
কসবার রাজডাঙা এলাকার একটি হোটেলের পাঁচতলার একটি ঘরের মেঝে থেকে শনিবার দুপুরে ওই যুবকের দেহ উদ্ধার হয়। পুলিশ সূত্রে খবর, শুক্রবার রাতে ওই হোটেলে একটি ঘর ভাড়া নেন তিন জন। বেশ কিছু ক্ষণ তাঁরা ওই ঘরে ছিলেন। তবে গভীর রাতে দু’জন হোটেল ছেড়ে চলে যান। তার পরে আর ফেরেননি। তার পরেই ওই ঘর থেকে তৃতীয় যুবকের দেহ উদ্ধার হয়।
কলকাতা পুলিশের যুগ্ম পুলিশ কমিশনার (অপরাধ) রূপেশ কুমার। —নিজস্ব চিত্র।
জানা গিয়েছে, মৃত যুবকের নাম আদর্শ লোসাল্কা (৩৩)। বীরভূমের দুরবাজপুরের বাসিন্দা। কবে তিনি কলকাতায় এসেছিলেন, না কি এখানেই থাকতেন, তা এখনও জানা যায়নি। তাঁর সঙ্গে কারা ছিলেন, তা-ও এখনও স্পষ্ট নয়। পুলিশ কথা বলছে হোটেল কর্তৃপক্ষের সঙ্গে। ওই মৃতের সঙ্গে যাঁরা এসেছিলেন, তাঁদের খোঁজ শুরু করেছে কসবা থানার পুলিশ। দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে বলে খবর।
আরও পড়ুন:
গত মাসেই পার্ক স্ট্রিটের এক হোটেলের ঘরের বক্সখাটের মধ্যে থেকে রাহুল লাল নামে এক যুবকের পচাগলা দেহ উদ্ধার হয়েছিল। গত ২২ অক্টোবর রাহুল এবং তাঁর এক বন্ধু মিলে পার্ক স্ট্রিট থানা এলাকার রফি আহমেদ কিদওয়াই রোডের একটি হোটেলের ঘর ভাড়া নেন। দু’দিন পর ওই হোটেলের ওই ঘরটি ভাড়া নেন নতুন আবাসিক। ওই আবাসিক ঘরের তালা খুলতেই পচা গন্ধ নাকে যায়। সঙ্গে সঙ্গে হোটেল কর্তৃপক্ষকে জানান ওই আবাসিক। তার পরে ঘরে ঢুকে খোঁজাখুঁজি করতেই গন্ধের উৎসের খোঁজ মেলে। পুলিশ এসে ওই ঘরের বক্সখাটের মধ্যে রাহুলের দেহ খুঁজে পায়।