কালীঘাটের বাড়ি থেকে দশম শ্রেণির এক ছাত্রের ঝুলন্ত দেহ উদ্ধার করা হয়েছে। কিশোর অবসাদে ভুগছিল। তার কাউন্সেলিংও করাচ্ছিলেন বাবা-মা। সোমবার ভোরে ঘরে ছেলের ঝুলন্ত দেহ দেখতে পান তাঁরা। দ্রুত তাকে উদ্ধার করে এসএসকেএম হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল। কিন্তু সেখানে চিকিৎসকেরা কিশোরকে মৃত বলে ঘোষণা করেন।
পুলিশ সূত্রে খবর, মৃতের নাম শৌর্য্য সরকার (১৬)। সে টালিগঞ্জ থানা এলাকার রাসবিহারী অ্যাভিনিউয়ের একটি স্কুলে পড়ত। কালীঘাটের মুখার্জিপাড়া লেনের বাসিন্দা। মানসিক অবসাদে ভুগছিল ওই কিশোর। পরিবার সূত্রে জানা গিয়েছে, হঠাৎ করেই বিষণ্ণ হয়ে পড়েছিল সে। আচমকা অবসাদগ্রস্ত আচরণের জন্য এনআরএস মেডিক্যাল কলেজ হাসপাতালে তার কাউন্সেলিং চলছিল।
আরও পড়ুন:
সোমবার ভোর ৫টা নাগাদ ঘরে ছেলের ঝুলন্ত দেহ দেখতে পান বাবা-মা। তার গলায় একটি শাড়ি প্যাঁচানো ছিল। দেহ ঝুলছিল সিলিং ফ্যান থেকে। দ্রুত তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল। কিন্তু বাঁচানো যায়নি। এই ঘটনায় এখনও পর্যন্ত থানায় কোনও অভিযোগ দায়ের করা হয়নি। ভোর ৬টা ১০ মিনিট নাগাদ এসএসকেএম থেকে ফোন করে থানায় খবর দেওয়া হয়। দেহটি ময়নাতদন্তের জন্য পাঠানোর বন্দোবস্ত করা হচ্ছে।
প্রাথমিক ভাবে মনে করা হচ্ছে, মানসিক অবসাদের কারণেই আত্মঘাতী হয়েছে কিশোর। তবে নেপথ্যে অন্য কোনও কারণ আছে কি না, কী কারণে এই অবসাদ, বাবা-মায়ের সঙ্গে বাড়িতে কোনও সমস্যা ছিল কি না, স্কুলে কিছু ঘটেছিল কি না, খতিয়ে দেখা হচ্ছে। ঠিক কী কারণে এই মৃত্যু, ময়নাতদন্তের রিপোর্ট থেকেই সে বিষয়ে নিশ্চিত হবে পুলিশ।