হরিদেবপুরের মতো ঘন জনবসতিপূর্ণ এলাকা থেকে উদ্ধার হল বোমা। স্থানীয় একটি ঝিলের ধার থেকে বোমাটি উদ্ধার করে হরিদেবপুর থানার পুলিশ। ইতিমধ্যেই তদন্ত শুরু হয়েছে। বোমা উদ্ধারের ঘটনায় আতঙ্ক ছড়িয়েছে এলাকায়।
পুলিশ সূত্রে খবর, সোমবার সকালে হরিদেবপুরের একটি ঝিলের ধারে একটি বোমা পড়ে থাকতে দেখেন স্থানীয় বাসিন্দারা। সঙ্গে সঙ্গে তাঁরা খবর দেন থানায়। পুলিশ ঘটনাস্থলে পৌঁছয়। পরিস্থিতি খতিয়ে দেখে তারা বম্ব স্কোয়াডে খবর দেয়। বেশ খানিক ক্ষণ পর বম্ব স্কোয়াড পৌঁছে বোমাটিকে নিষ্ক্রিয় করে। উদ্ধার হওয়া বোমাটিকে থানায় নিয়ে যাওয়া হয়েছে।
পুলিশ আরও জানিয়েছে, বোমা উদ্ধারের ঘটনায় তদন্ত শুরু করে দেওয়া হয়েছে। বোমাটি কী উদ্দেশে ওই জায়গায় কে বা কারা রেখে গিয়েছেন তা খতিয়ে দেখা হচ্ছে।
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)