উড়ো ফোনে বোমাতঙ্ক ছড়াল নবান্নে।
আজ দুপুরে মুখ্যমন্ত্রীর দফতরে ফোন করে বলা হয়, নবান্নে বোমা রাখা আছে। সঙ্গে সঙ্গে খবর দেওয়া হয় লালবাজারে কলকাতা পুলিশের সদর দফতরে। খবর পেয়েই বম্ব স্কোয়াডের দু’টি দল পৌঁছে গেছে রাজ্যের প্রশাসনিক সদর দফতের। আসে পাঁচটি স্নিফার ডগও। দল দু’টি নবান্নের বিভিন্ন তলা তল্লাশি শুরু করে। তল্লাশি চালানো হয় মুখ্যমন্ত্রীর ঘরেও। এ দিন বিকাল পর্যন্ত চলছে তল্লাশি। তবে কোনও বিস্ফোরকের খোঁজ পাওয়া যায়নি এখনও। গতকালই কলকাতার পুলিশ কমিশনারের দায়িত্ব নিয়েছেন রাজীব কুমার। এ দিন তিনি ও নবান্নের নিরাপত্তা খতিয়ে দেখেন।