—ফাইল চিত্র।
বোমা থাকার খবরে কঠোর নিরাপত্তায় মুড়ে ফেলা হল কলকাতা হাইকোর্ট। তল্লাশি অভিযান শুরু করা হল আদালত চত্বরের বিভিন্ন অংশে। এখনও পর্যন্ত কোনও বোমা বা বিস্ফোরকের সন্ধান মেলেনি। তবে হাইকোর্ট চত্বরে পুলিশ মোতায়েন রয়েছে।
কলকাতা পুলিশের বম্ব ডিসপোজাল স্কোয়াড তল্লাশি চালিয়েছে। —ফাইল চিত্র।
পুলিশ সূত্রের খবর, বিচারপতি দীপঙ্কর দত্তের ঘরে বোমা রাখা রয়েছে বলে এ দিন হাইকোর্টে খবর আসে। একটি উড়ো ফোনে দুপুর নাগাদ খবরটি এসেছিল। এর পর দ্রুত নিরাপত্তা বাড়ানো হয় হাইকোর্ট চত্বর জুড়ে। হাইকোর্টের সমস্ত কাজকর্ম বন্ধ করে দেওয়া হয়। কলকাতা পুলিশের বম্ব ডিসপোজাল স্কোয়াড আদালতে পৌঁছে তল্লাশি শুরু করে। আদালতের পুরনো দু’টি বিল্ডিং-এ তল্লাশি শেষ। সেখানে কোনও বিস্ফোরক মেলেনি। কিন্তু কিছু আগে পাওয়া খবরে জানা গিয়েছে, হাইকোর্টের নতুন ১০ তলা ভবনটিতে এখন তল্লাশি চলছে।
আরও পড়ুন: ‘শিশু পাচার’ খোঁচা খেয়ে রাজ্যসভায় রণমূর্তি রূপা, তেড়ে গেলেন আঙুল উঁচিয়ে