কর্মীকে মোটরবাইকের পিছনে বসিয়ে বাড়িতে ফিরছিলেন কাপড়ের এক ব্যবসায়ী। মাঝপথে দুটি বাইকে প্রায় পাঁচ জন যুবক ঘিরে ধরে ওই ব্যবসায়ীর বাইকটি। কিছু বুঝে ওঠার আগেই ওই ব্যবসায়ীর মাথায় বন্দুক ধরে ওই যুবকদের এক জন। অপর এক যুবক ওই ব্যবসায়ীর টাকার ব্যাগটি টান মেরে ছিনিয়ে নেয়। টাকার ব্যাগ নিয়ে পালিয়ে যাচ্ছে দেখে এক জনকে ধরে ফেলেন ওই ব্যবসায়ী। সঙ্গী ধরা পড়ে যাচ্ছে দেখে অন্য যুবকরা শূন্যে গুলি ছুড়তে শুরু করে। ভয়ে ওই যুবককে ছেড়ে দেন ব্যবসায়ী।
পুলিশ সূত্রের খবর, রবিবার রাতে ওই ঘটনাটি ঘটেছে পশ্চিম বন্দর থানা এলাকার রামনগর মোড়ের কাছে। দুষ্কৃতীদের ছোড়া গুলিতে কেউ আহত না হলেও তারা ওই ব্যবসায়ীর কাছে থাকা লক্ষাধিক টাকা লুঠ করে চম্পট দেয়। সোমবার রাত পর্যন্ত কাউকেই গ্রেফতার করতে পারেনি পুলিশ।
পুলিশ জানায়, রিপন স্ট্রিটের বাসিন্দা ইমরান খানের রাজাবাগানে কাপড়ের ব্যবসা। রবিবার রাতে দোকান বন্ধ করে কর্মী প্রশান্ত দত্তের সঙ্গে মোটরবাইকে চেপে বাড়ি ফেরার পথে ঘটনাটি ঘটে। রামনগর মোড়ের কাছে অস্ত্র দেখিয়ে দুষ্কৃতীরা লুঠ করে ইমরানের সঙ্গে থাকা নগদ টাকা এবং চেক।
তদন্তকারীরা জানিয়েছেন, প্রতিদিনই ব্যবসার টাকা ব্যাগে ভরে বাড়িতে ফিরতেন। ওই খবর জানা ছিল দুষ্কৃতীদের। তাই তাঁদের অনুমান ঘটনার সঙ্গে পরিচিত কেউ জড়িত।