Advertisement
০৬ মে ২০২৪
বরাহনগর

দুষ্কৃতীদের গুলিতে ‘খুন’ ব্যবসায়ী

নতুন বাড়িতে ভাড়া এসেছেন মাত্র পাঁচ দিন আগে। সোমবার রাতে বরাহনগরে সেই বাড়ির অদূরেই দুষ্কৃতীদের ছোড়া গুলিতে বিদ্ধ হয়ে মৃত্যু হল এক ছাঁট লোহার ব্যবসায়ীর। পুলিশ জানিয়েছে, মৃতের নাম কার্তিক প্রসাদ (৫০)।

নিজস্ব সংবাদদাতা
শেষ আপডেট: ০৭ জুন ২০১৬ ০১:০০
Share: Save:

নতুন বাড়িতে ভাড়া এসেছেন মাত্র পাঁচ দিন আগে। সোমবার রাতে বরাহনগরে সেই বাড়ির অদূরেই দুষ্কৃতীদের ছোড়া গুলিতে বিদ্ধ হয়ে মৃত্যু হল এক ছাঁট লোহার ব্যবসায়ীর। পুলিশ জানিয়েছে, মৃতের নাম কার্তিক প্রসাদ (৫০)।

পুলিশ জানায়, আদতে কাশীপুর দাঁতুনিয়া পাড়ার বাসিন্দা কার্তিকবাবু পাঁচ দিন আগে বরাহনগরের কুঠিঘাট এলাকার মহারাজ নন্দকুমার রোডে একটি বাড়ি ভাড়া নেন। কাশীপুর গান অ্যান্ড শেল ফ্যাক্টরির ছাঁট লোহা কিনে তা বাজারে বিক্রির ব্যবসা ছিল ওই ব্যক্তির। পুলিশ জানায়, সোমবার রাত পৌনে ৮টা নাগাদ তিনি শ্রীমানী পাড়ার দানী মো়ড়ের কাছে একটি গলি দিয়ে বাড়ি ফিরছিলেন। সেই সময়ে দু’টি মোটরবাইকে চেপে পাঁচ দুষ্কৃতী এসে কার্তিকবাবুকে লক্ষ্য করে দু’রাউন্ড গুলি চালিয়ে চম্পট দেয় বলে অভিযোগ। ওই ব্যক্তির মাথায় গুলি লাগে বলে জানায় পুলিশ।

স্থানীয়েরা জানান, গুলির আওয়াজ শুনে আশপাশের সকলে বেরিয়ে আসেন। তাঁরা দেখেন মাটিতে রক্তাক্ত অবস্থায় পড়ে রয়েছেন এক ব্যক্তি। ঘটনাস্থলে আসে বরাহনগর থানার পুলিশ। বরাহনগর স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হলে কার্তিকবাবুকে চিকিৎসকেরা মৃত বলে ঘোষণা করেন।

সদ্য বাড়ি ভাড়া নিয়ে আসায় এলাকায় তেমন পরিচিত ছিলেন না কার্তিকবাবু। ঠিক কী কারণে, ওই ব্যক্তিকে খুন করা হল তা নিয়েও ধোঁয়াশা রয়েছে তদন্তকারীদের মধ্যে। তবে প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, ছাঁট লোহার ব্যবসা সংক্রান্ত কোনও শত্রুতার কারণেই খুন হয়ে থাকতে পারেন ওই ব্যক্তি।

ওই রাতেই হাসপাতালে কার্তিকবাবুর দাদা গোপাল প্রসাদ বলেন, ‘‘স্থানীয় কিছু দুষ্কৃতী দীর্ঘ দিন ধরেই ভাইয়ের কাছে তোলা চাইছিল। ভাই তা দিতে পারেনি বা দিতে চাইছিল না বলেই এ ভাবে খুন করে দিল।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Businessman shot
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE