E-Paper

চিংড়িঘাটার বিকল্প পথে পুজোর আগেই গাড়ি চালানোর ভাবনা

পাঁচ নম্বর সেক্টরে গাড়ির চাপ কমাতে নিউ টাউনের লোহাপুল থেকে বানতলা দিয়ে বাসন্তী হাইওয়ে পৌঁছনোর যে রাস্তা আছে, সেটি ব্যবহার করার বিষয়েও ভাবনাচিন্তা শুরু হয়েছে বলে সূত্রের দাবি।

শিবাজী দে সরকার

শেষ আপডেট: ৩০ অগস্ট ২০২৫ ১০:২৩
নিউ টাউনের বিশ্ব বাংলা গেট থেকে দক্ষিণ কলকাতামুখী কয়েকশো গাড়িকে সিক্স লেন এবং হাতিশালা দিয়ে ভাঙড়ে পাঠানো হবে বলে পরিকল্পনা করেছে পুলিশ।

নিউ টাউনের বিশ্ব বাংলা গেট থেকে দক্ষিণ কলকাতামুখী কয়েকশো গাড়িকে সিক্স লেন এবং হাতিশালা দিয়ে ভাঙড়ে পাঠানো হবে বলে পরিকল্পনা করেছে পুলিশ। —প্রতীকী চিত্র।

চিংড়িঘাটা মোড়ের যানজট কমানোর লক্ষ্যে বিকল্প রাস্তায় গাড়ি চলাচল করানোর ব্যাপারে আরও এক ধাপ এগোল পুলিশ। সূত্রের খবর, নিউ টাউন থেকে বাসন্তী হাইওয়ে ধরে ই এম বাইপাসে আসতে হলে ভাঙড়ের শিখরপুর রোড-সহ যে সব বিকল্প রাস্তার কথা ভাবা হয়েছে, সেই সব রাস্তায় প্রয়োজনীয় মেরামতি এবং আলো লাগানোর মতো পরিকাঠামো উন্নয়নের জন্য সংশ্লিষ্ট বিভাগকে চিঠি দিয়েছে লালবাজার। চলতি সপ্তাহেই ওই চিঠি পাঠানো হয়েছে ‘নিউ টাউন কলকাতা ডেভেলপমেন্ট অথিরিটি’ (এনকেডিএ) এবং পূর্ত দফতরের হাইওয়ে বিভাগকে। একই সঙ্গে, ওই সব রাস্তার কোথায় কোথায় স্পিড ব্রেকার এবং ট্র্যাফিক সাইনেজ বোর্ড বসবে, প্রাথমিক ভাবে সেই পরিকল্পনাও করা হয়েছে। বর্তমানে শিখরপুর রোড খানাখন্দে ভর্তি। পুলিশ মনে করছে, ওই সব রাস্তার পরিকাঠামো উন্নয়নের কাজ মিটলে পুজোর আগেই সেখান দিয়ে পরীক্ষামূলক ভাবে গাড়ি চলাচল শুরু করানো যাবে।

এর পাশাপাশি, পাঁচ নম্বর সেক্টরে গাড়ির চাপ কমাতে নিউ টাউনের লোহাপুল থেকে বানতলা দিয়ে বাসন্তী হাইওয়ে পৌঁছনোর যে রাস্তা আছে, সেটি ব্যবহার করার বিষয়েও ভাবনাচিন্তা শুরু হয়েছে বলে সূত্রের দাবি। ওই রাস্তা দিয়ে ছোট গাড়ি চলতে পারবে। ইতিমধ্যে সেখানে পুলিশের তরফে পরিদর্শন করা হয়েছে।

সূত্রের দাবি, নিউ টাউনের বিশ্ব বাংলা গেট থেকে দক্ষিণ কলকাতামুখী কয়েকশো গাড়িকে সিক্স লেন এবং হাতিশালা দিয়ে ভাঙড়ে পাঠানো হবে বলে পরিকল্পনা করেছে কলকাতা ও বিধাননগর পুলিশ। ওই সব গাড়ি শিখরপুর রোড, ভোজেরহাট হয়ে বাসন্তী হাইওয়ে ধরে ই এম বাইপাসে আসবে। এর মধ্যে যে সব গাড়ি গড়িয়ার দিকে যাবে, তাদের চৌবাগা দিয়ে আনন্দপুর ও কালিকাপুর হয়ে পাঠানো হবে। যে সব গাড়ি মধ্য বা দক্ষিণ কলকাতার অন্যত্র যাবে, সেগুলি ওই রাস্তা দিয়ে এসে সায়েন্স সিটি থেকে মা উড়ালপুল ধরতে পারবে।

উল্লেখ্য, চিংড়িঘাটার যানজট নিয়ে গত কয়েক মাস ধরে বিব্রত পুলিশকর্তারা। বিশেষত, সন্ধ্যার ব্যস্ত সময়ে পাঁচ নম্বর সেক্টর থেকে যাঁরা বাইপাসের দিকে আসছেন, চিংড়িঘাটা মোড়ের যানজটে তাঁদের চরম হয়রানি হচ্ছে। এই সমস্যার সুরাহায় রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমার নিজে ঘটনাস্থল পরিদর্শন করেন এবং কলকাতা ও বিধাননগরের পুলিশের সঙ্গে কথা বলেন। তার পরেই কলকাতা পুলিশের তরফে একটি সমীক্ষা করা হয়। তাতে উঠে আসে, চিংড়িঘাটা মোড়ে কয়েক গুণ বৃদ্ধি পেয়েছে অ্যাপ-নির্ভর বাসের সংখ্যা। ওই রাস্তা দিয়ে একটি তথ্যপ্রযুক্তি সংস্থার প্রচুর গাড়িও যাতায়াত করে। এর পরেই ওই সংস্থার সঙ্গে আলোচনা করে নিউ টাউনের সিক্স লেন, হাতিশালা ও ভাঙড় হয়ে বাইপাসে গাড়ি পাঠানোর পরিকল্পনা করে পুলিশ।

(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)

Chingrighata Chingrighata Flyover

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy