Advertisement
E-Paper

মেট্রোর মালপত্রে বুজে রয়েছে নর্দমা, সে কারণেই জলে ভাসছে সল্টলেক ও নিউ টাউনের বিভিন্ন এলাকা, তোপ মুখ্যমন্ত্রী মমতার

দুর্যোগের কারণে মঙ্গলবার কলকাতার একাধিক পুজো উদ্বোধন স্থগিত করার কথা সকালেই ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী। তবে সন্ধ্যায় কালীঘাটের বাড়ি থেকে ভার্চুয়াল মাধ্যমে বিভিন্ন জেলার পুজো উদ্বোধন করেন মমতা। সেখানেই মেট্রো সম্পর্কে এ হেন অভিযোগ করেন তিনি।

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ২৩ সেপ্টেম্বর ২০২৫ ২০:৫৬
CM Mamata Banerjee says many areas of Salt Lake, Newtown under water for metro’s work

নজিরবিহীন বৃষ্টির ফলে মঙ্গলবার সন্ধ্যা পর্যন্ত জলমগ্ন সল্টলেক, রাজারহাট, নিউ টাউনের বিভিন্ন এলাকা। গ্রাফিক: আনন্দবাজার ডট কম।

নজিরবিহীন বৃষ্টির ফলে মঙ্গলবার সন্ধ্যা পর্যন্ত জলমগ্ন সল্টলেক, রাজারহাট, নিউ টাউনের বিভিন্ন এলাকা। হিডকো এবং এনকেডিএ-র সেই সমস্ত এলাকা জলমগ্ন থাকার দায় মেট্রো কর্তৃপক্ষের ঘাড়ে চাপালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর অভিযোগ, মেট্রোর কাজকর্মের জন্য সল্টলেক ও নিউ টাউনের বিভিন্ন জায়গায় মালপত্র পড়ে রয়েছে। তার ফলে বুজে রয়েছে নালা-নর্দমা। সেই কারণেই জমা জল নামছে না। মমতার এই অভিযোগের পাল্টা অবশ্য মেট্রো কর্তৃপক্ষ কোনও প্রতিক্রিয়া দেননি।

দুর্যোগের কারণে মঙ্গলবার কলকাতার একাধিক মণ্ডপ উদ্বোধন স্থগিত করার কথা সকালেই ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী। তবে সন্ধ্যায় কালীঘাটের বাড়ি থেকে ভার্চুয়াল মাধ্যমে বিভিন্ন জেলার পুজো উদ্বোধন করেন মমতা। সেখানেই মেট্রো সম্পর্কে এ হেন অভিযোগ করে তিনি বলেন, ‘‘মেট্রোর কাজের জন্য সল্টলেক, নিউ টাউনের বিভিন্ন এলাকায় যত্রতত্র মালপত্র পড়ে রয়েছে। সে কারণেই জল জমেছে এনকেডিএ এবং হিডকোর এলাকায়। মেট্রোকে দায়িত্ব নিতে হবে। মালপত্র সরিয়ে দায়িত্বশীলতার পরিচয় দিন।’’

যে বা যাঁরা দুর্যোগ নিয়ে সমাজমাধ্যমে পোস্ট করে রাজনীতি করার চেষ্টা করছেন, তাঁদের বিরুদ্ধেও সরব হন মুখ্যমন্ত্রী। তাঁর কথায়, ‘‘যারা দুর্যোগ নিয়ে রাজনীতি করে, তাদের আমি ধিক্কার জানাই।’’ পাশাপাশিই মমতা মনে করিয়ে দেন, উত্তরাখণ্ড, হিমাচল প্রদেশ, দিল্লি, মহারাষ্ট্রে প্রাকৃতিক বিপর্যয় হলেও সে ব্যাপারে তিনি কোনও মন্তব্য করেননি। কিন্তু করলেই করতে পারতেন। সৌজন্যের কথা স্মরণ করিয়ে দিয়ে মমতা বলেন, ‘‘সব কিছুর একটা সীমা থাকা উচিত।’’ ফের একবার পলি তোলার ক্ষেত্রে ব্যবস্থা না-নেওয়ার অভিযোগ তুলে ডিভিসির বিরুদ্ধে সরব হন মমতা।

সকালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যুর ঘটনায় বিদ্যুৎ বণ্টন সংস্থা সিইএসসির বিরুদ্ধে অভিযোগ করেছিলেন মুখ্যমন্ত্রী। সন্ধ্যায় তিনি বলেন, ‘‘মৃত্যুর কোনও ক্ষতিপূরণ হয় না, জীবনের কোনও বিকল্প হয় না। তবুও আমরা (মৃতদের) পরিবারের এক জনের চাকরি নিশ্চিত করব। সিইএসসি-কে বলেছি ৫ লক্ষ টাকা করে ক্ষতিপূরণ দিতে।’’ সিইএসসি কর্ণধার সঞ্জীব গোয়েন্‌কার সঙ্গেও তাঁর কথা হয়েছে বলে জানান মুখ্যমন্ত্রী।

মঙ্গলবার যে পুজোগুলির উদ্বোধন করার কথা ছিল মমতার, তা তিনি বুধবার করবেন বলে জানিয়েছেন। বুধবার তাঁর অন্যতম কর্মসূচি ছিল মেয়র ফিরহাদ হাকিমের পুজো চেতলা অগ্রণীর মণ্ডপ উদ্বোধন। কিন্তু সেই এলাকাও জলমগ্ন। চেতলার পুজোয় মমতা যাবেন বৃহস্পতিবার।

very heavy rainfall kolkata rain Kolkata Metro
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy