কোভিড নেগেটিভ শংসাপত্র ছাড়া লন্ডন থেকে কলকাতায় নামার পরে এক যুবকের দেহে করোনা সংক্রমণ পাওয়া গেল। রবিবার সকালে রিপোর্ট আসার পরে ৩০ বছরের ওই যুবককে রাজারহাটের সরকারি কোভিড হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।
রাজ্য সরকারের নিয়ম অনুযায়ী, বিদেশ থেকে এখন বন্দে ভারত বা বাব্ল-উড়ানে সরাসরি যাঁরা কলকাতায় আসতে চান, তাঁদের সঙ্গে কোভিড নেগেটিভ শংসাপত্র থাকা আবশ্যিক। অন্য সব দেশ থেকে আসা যাত্রীদের ক্ষেত্রে এই নিয়ম অপরিবর্তিত থাকলেও সম্প্রতি লন্ডন থেকে এয়ার ইন্ডিয়ার বন্দে ভারত উড়ানে সরাসরি কলকাতায় আসা যাত্রীদের ক্ষেত্রে নিয়ম বদল করা হয়। কারণ, লন্ডন থেকে কোভিড নেগেটিভ শংসাপত্র পেতে সমস্যা হচ্ছিল। এই কারণে যাত্রী সংখ্যা কমে যাচ্ছিল বলেও অভিযোগ ওঠে।
তাই ঠিক হয়, লন্ডন থেকে আসার সময়ে যাঁরা কোভিড নেগেটিভ শংসাপত্র আনতে পারবেন না, কলকাতায় নামার পরে তাঁদের পুরনো ডোমেস্টিক টার্মিনালে নিয়ে গিয়ে লালারসের নমুনা নেওয়া হবে। করোনা পরীক্ষার রিপোর্ট আসা পর্যন্ত তাঁদের সেখানেই অপেক্ষা করতে হবে। নেগেটিভ রিপোর্ট আসা যাত্রীরা সরাসরি বাড়ি গিয়ে ১৪ দিন গৃহ-পর্যবেক্ষণে থাকবেন। আর কারও রিপোর্ট পজ়িটিভ এলে তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হবে। সেখানে তাঁর উপসর্গ দেখে বাকি ব্যবস্থা করা হবে।