লকডাউনের মধ্যেও কলকাতা এবং সংলগ্ন এলাকায় কয়েকটি রুটে বাস চালানোর সিদ্ধান্ত নিল রাজ্য পরিবহণ দফতর। সোমবার বিকেল থেকে রাজ্য সরকার লকডাউন ঘোষণা করেছে। কিন্তু তা সত্ত্বেও জরুরি পরিষেবার সঙ্গে যাঁরা যুক্ত রয়েছেন, তাঁদের কাজে বেরতেই হচ্ছে। এই পরিস্থিতিতে তাঁদের কর্মস্থলে পৌঁছে দেওয়ার জন্যে ওই রুটগুলিতে বাস চালানো হবে বলে জানিয়েছে পরিবহণ দফতর। তবে এই রুটগুলি শুধু মাত্র জরুরি পরিষেবার জন্যেই। সেই সঙ্গে কলকাতায় অনলাইন অ্যাপ ক্যাব একমাত্র জরুরি এবং অপরিহার্য যাতায়াতের জন্য, সীমিত সংখ্যক গাড়ি চালাবে বলে পরিবহণ দফতর সূত্রে খবর।
আপাতত ৬টি রুটে এই পরিষেবা চালু থাকছে। যেহেতু বিমান পরিষেবা বন্ধ, তাই বিমানবন্দর থেকে বিভিন্ন রুটে আর বাস চালানো হচ্ছে না। এখন যে রুটগুলি চালু থাকবে, তা হল— হাওড়া স্টেশন থেকে কামালগাজি। এসপ্ল্যানেড থেকে আমতলা। হাওড়া স্টেশন থেকে নিউডাউন, ডানলপ থেকে বালিগঞ্জ, হাওড়া স্টেশন থেকে গড়িয়া, জোকা থেকে বারাসত।
রাজ্য পরিবহণ নিগমের ম্যানেজিং ডিরেক্টর, রজনবীর সিংহ কপূর বলেন, ‘‘এই পরিস্থিতিতে আমরা যতটা সম্ভব জরুরি পরিষেবা দেওয়ার চেষ্টা চালাচ্ছি।’’