Advertisement
০৪ মে ২০২৪
Crime

কলকাতার অভিজাত এলাকায় নিজের বাড়িতে খুন বৃদ্ধ

বিষয়টি নিয়ে তদন্ত শুরু করেছে কলকাতা পুলিশের গোয়েন্দা বিভাগের হোমিসাইড শাখা।

—প্রতীকী ছবি।

—প্রতীকী ছবি।

নিজস্ব সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ০৬ জুন ২০১৯ ১১:৫৬
Share: Save:

শহরের অভিজাত ব্রড স্ট্রিট এলাকায় উদ্ধার হল এক বৃদ্ধের রক্তাক্ত দেহ। প্রাথমিক তদন্তে তাঁর গলা ও ঘাডে় ধারাল অস্ত্রের আঘাতের চিহ্ন পাওয়া গিয়েছে। বিষয়টি নিয়ে তদন্ত শুরু করেছে কলকাতা পুলিশের গোয়েন্দা বিভাগের হোমিসাইড শাখা

বৃহস্পতিবার সকালে ৪২ নং ব্রড স্ট্রিট এলাকার বাড়ি থেকে, ষাটোর্ধ্ব বিশ্বজিৎ বসু নামের ওই বৃদ্ধের রক্তাক্ত দেহ উদ্ধার হয়। পুলিশ সূত্রে জানা গিয়েছে, এ দিন সকালে কাজের লোক এসে ডাকাডাকি করেও সাড়া পাননি বিশ্বজিৎবাবুর। তখন বাড়ির সদর দরজায় ঠেলা দেন তিনি। আর তাতেই খুলে যায় দরজা।

ভিতরে ঢুকে ওই কাজের লোক দেখেন, রক্তাক্ত অবস্থায় ঘরের মধ্যে পড়ে রয়েছেন বিশ্বজিৎবাবু। লন্ডভন্ড হয়ে রয়েছে ঘরের জিনিসপত্র। সঙ্গে সঙ্গে পুলিশে খবর দেওয়া হয়। তাঁর গলা ও ঘাড়ে ধারাল অস্ত্রের আঘাতের চিহ্ন দেখা যায়। উদ্ধার হয় একটি ছুরিও। তাঁর আত্মীয়স্বজনদের খবর দেওয়া হয়েছে।

আরও পড়ুন: মু্ম্বইয়ে বিমানসেবিকাকে গণধর্ষণের অভিযোগ, গ্রেফতার সহকর্মী​

আরও পড়ুন: চোর সন্দেহে গণপিটুনি, আবার মৃত্যু​

ওই বাড়িতে একাই থাকতেন অবসরপ্রাপ্ত সরকারি কর্মী বিশ্বজিৎবাবু। রাতে ভিতর থেকে দরজা বন্ধই রাখতেন তিনি। কিন্তু এ দিন দরজা ভেজানো ছিল বলে জানিয়েছেন তাঁর কাজের লোক। যে ভাবে জিনিসপত্র লন্ডভন্ড করা হয়েছে, তাতে আততায়ী কিছু খুঁজছিল বলে ধারণা গোয়েন্দাদের। কোনও মূল্যবান জিনিস চুরি গিয়েছে কি না, তা এখনও স্পষ্ট নয়। গতকাল মাঝরাতে বা এ দিন ভোররাতে বিশ্বজিৎবাবুকে খুন করা হয়ে থাকতে পারে বলে গোয়েন্দাদের সন্দেহ।

(কলকাতার ঘটনা এবং দুর্ঘটনা, কলকাতার ক্রাইম, কলকাতার প্রেম - শহরের সব ধরনের সেরা খবর পেতে চোখ রাখুন আমাদের কলকাতা বিভাগে।)

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Crime Murder Kolkata Kolkata Police
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE