Advertisement
২৯ এপ্রিল ২০২৪

গ্রাহকের টাকা লুঠ, বিক্ষোভ ব্যাঙ্কে

ব্যাঙ্ক খুলতেই টাকা জমা দিতে গিয়েছিলেন সকাল-সকাল। জমা করার স্লিপে সই করার সময়ে টেবিলের উপরেই নামিয়ে রেখেছিলেন টাকার বান্ডিল। সেই সুযোগেই টাকা ছিনিয়ে নিয়ে চম্পট দেয় এক ব্যক্তি। মঙ্গলবার সকালে তালতলার হাজি মহম্মদ পার্ক এলাকায় রাষ্ট্রায়ত্ত এক ব্যাঙ্কে এই ঘটনার শিকার হন ফৈয়াজ খান নামে এক ব্যক্তি।

নিজস্ব সংবাদদাতা
শেষ আপডেট: ০৬ অগস্ট ২০১৫ ০০:২৩
Share: Save:

ব্যাঙ্ক খুলতেই টাকা জমা দিতে গিয়েছিলেন সকাল-সকাল। জমা করার স্লিপে সই করার সময়ে টেবিলের উপরেই নামিয়ে রেখেছিলেন টাকার বান্ডিল। সেই সুযোগেই টাকা ছিনিয়ে নিয়ে চম্পট দেয় এক ব্যক্তি। মঙ্গলবার সকালে তালতলার হাজি মহম্মদ পার্ক এলাকায় রাষ্ট্রায়ত্ত এক ব্যাঙ্কে এই ঘটনার শিকার হন ফৈয়াজ খান নামে এক ব্যক্তি।

পুলিশ ও স্থানীয় সূত্রে খবর, মঙ্গলবারের টাকা ছিনতাইয়ের ঘটনায় নিরাপত্তা ব্যবস্থায় গাফিলতির অভিযোগ তুলে বুধবার সকালে ব্যাঙ্কের ওই শাখার সামনে বিক্ষোভ দেখান স্থানীয় বাসিন্দারা। বাসিন্দারা জানান, মঙ্গলবার ছিনতাইয়ের পরে ব্যাঙ্ক ম্যানেজারের কাছে সিসিটিভি ফুটেজ দেখতে চান অভিযোগকারী। তাঁকে জানানো হয়, সিসিটিভির ফুটেজের হার্ড ডিস্ক নেই। বাসিন্দারা আরও জানান, বেশ কিছু মাস ধরে কোনও নিরাপত্তাকর্মীও নেই ওই শাখায়। তাঁদের দাবি, ‘‘ব্যাঙ্কের ভিতর থেকে টাকা চুরি গিয়েছে। ফেরত্ দেওয়ার দায়িত্ব ব্যাঙ্কেরই।’’ মঙ্গলবারের ঘটনার জেরে বুধবার সকালে ব্যাঙ্ক দীর্ঘক্ষণ বন্ধ থাকায় নাকাল হতে হয় গ্রাহকদের। এক কর্মী জানান, বুধবার সকালে ব্যাঙ্ক খোলা হলেও স্থানীয় কয়েক জন হুমকি দেন। বাধ্য হয়ে ব্যাঙ্ক বন্ধ করে দিতে হয়। দু’ঘণ্টার বেশি ব্যাঙ্ক বন্ধ থাকায় বাইরে লম্বা লাইন পড়ে যায়। দুপুর সাড়ে বারোটা নাগাদ ব্যাঙ্ক খোলা হয়। জালালউদ্দিন মল্লিক নামে এক গ্রাহক জানান, সকাল দশটা থেকে অপেক্ষা করতে হয়েছে।

এ দিন ব্যাঙ্ক ম্যানেজারকে পার্ক স্ট্রিট থানায় ডেকে পাঠানো হয়। শাখার ম্যানেজার জানান, ‘‘আমরা রিজিওনাল ম্যানেজারের সঙ্গে কথা বলেছি। সিসিটিভি কিছুদিনের মধ্যেই সারানো হবে।’’ বুধবার দুপুরে ব্যাঙ্কের আঞ্চলিক শাখার পদস্থ আধিকারিকেরা ওয়েলেসলি শাখার অফিসে বৈঠক করেন। ব্যাঙ্ক সূত্রে খবর, সিসিটিভি থাকলেও দীর্ঘ দিন রেকর্ডিং হয় না। সিসিটিভির এই অবস্থা কেন, তা ব্যাঙ্ক কর্তৃপক্ষের কাছে জানতে চাওয়া হয়। পুলিশ জানিয়েছে, তদন্ত চলছে। এখনও পর্যন্ত কেউ গ্রেফতার হয়নি।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Taltal bank Customer park street CCTV
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE