এক সপ্তাহ আগেই শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের বাড়ির সামনে ধর্নায় বসেছিলেন নবম থেকে দ্বাদশ শ্রেণির এসএসসি-র মেধাতালিকায় নাম থাকা চাকরিপ্রার্থীরা। এ বার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটের বাড়িতে ঢোকার
গলির মুখে বিক্ষোভ অবস্থানে বসলেন তাঁরা।
মঙ্গলবার বিক্ষোভকারীদের এই আন্দোলনকে ঘিরে এলাকায় উত্তেজনা তৈরি হয়। পুলিশ ব্যারিকেড দিয়ে রাস্তা আটকে দিলে অনেক চাকরিপ্রার্থী রাস্তার উপরেই প্ল্যাকার্ড ও থালা হাতে বসে পড়েন। কেউ কেউ শুয়ে পড়েও স্লোগান দিতে থাকেন। পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে বিশাল পুলিশবাহিনী ঘটনাস্থলে আসে। পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের ধস্তাধস্তিও হয়। বিক্ষোভকারীদের দাবি ছিল, মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করে তাঁদের দাবিদাওয়া পেশ না করে তাঁরা সেখান থেকে যাবেন না। শেষে কয়েক জন বিক্ষোভকারীকে আটক করে পুলিশ।
বিক্ষোভকারীরা জানান, নবম থেকে দ্বাদশ শ্রেণিতে শিক্ষকতার জন্য তাঁরা ২০১৬ সালের এসএসসি পরীক্ষায় পাশ করেছেন। অভিযোগ, তাঁদের নাম মেধাতালিকায় উঠলেও নিয়োগ হয়নি এখনও। অথচ তালিকায় তাঁদের পরে নাম থাকা অনেক প্রার্থী চাকরি পেয়েছেন। দ্রুত নিয়োগের দাবিতে ২০১৯ সালে
প্রেস ক্লাবের সামনে তাঁরা অনশন-অবস্থান করেছিলেন। শেষে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তাঁদের অনশন মঞ্চে আসেন। এক আন্দোলনকারী এ দিন বলেন, ‘‘সেই সময়ে লোকসভা ভোট সামনে চলে এসেছিল। তখন মুখ্যমন্ত্রী আমাদের অনশন মঞ্চে এসে জানান, লোকসভা ভোট কেটে গেলেই তিনি বিষয়টি দেখবেন। মুখ্যমন্ত্রী প্রতিশ্রুতি দেওয়ায় আমরা অনশন তুলে নিয়েছিলাম। সেই লোকসভা ভোটের পরে দু’বছর কেটে গেল। বিধানসভা ভোট চলে এল। কিন্তু কোনও প্রতিশ্রুতিই রক্ষা করেননি মুখ্যমন্ত্রী।’’ আর এক আন্দোলনকারী বলেন, ‘‘সে দিন অনশনমঞ্চে মুখ্যমন্ত্রীর পাশে ছিলেন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। তাই আমরা গত সপ্তাহে তাঁর বাড়ির সামনে বিক্ষোভ অবস্থান করেছিলাম। কিন্তু পার্থবাবুও আমাদের সঙ্গে দেখা করেননি।’’ বিক্ষোভকারীদের অভিযোগ, পুলিশের সঙ্গে ধস্তাধস্তিতে তাঁদের এক জন আহত হয়েছেন। তাঁকে এসএসকেএম হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।