এই নিষেধাজ্ঞার মধ্যেও দিল্লি থেকে উড়ে এসে সরাসরি কলকাতায় নামল একটি বিমান। আর তা থেকে নেমে এলেন ১১ জন যাত্রী। যদিও সবটাই আবহাওয়ার কারণে। গত ২৪ জুলাই, শুক্রবারের ঘটনা।
রাজ্য সরকারের অনুরোধে দেশের ছ’টি শহর থেকে কলকাতার সরাসরি উড়ান চলাচল বন্ধ রেখেছে কেন্দ্রীয় সরকার। তার মধ্যে দিল্লি, মুম্বইও রয়েছে। আগামী ৩১ জুলাই পর্যন্ত এই নিষেধাজ্ঞা বলবৎ থাকবে। এর মধ্যে যাঁদের দিল্লি যাতায়াত করতে হচ্ছে, তাঁরা অন্য শহর ঘুরে যাতায়াত করছেন। সেই তালিকায় রাজ্যের শাসক দলের সাংসদও রয়েছেন।
সাধারণত, এক শহর থেকে ওড়ার আগে পাইলটকে গন্তব্য শহরের বিকল্প হিসেবে দ্বিতীয় বিমানবন্দরের কথা জানিয়ে রাখতে হয়। কোনও কারণে গন্তব্য শহরে নামতে না পারলে তাঁকে বিকল্প বিমানবন্দরে নামিয়ে আনা হয়।