Advertisement
২৫ এপ্রিল ২০২৪

এসএসকেএমে রোগীর গলা থেকে বেরোল ১০ কেজির টিউমার

বৃহস্পতিবার যুবকের কাকা সনাতন মণ্ডল বলেন, ‘‘গলার টিউমারের ভারে ভাইপো ভাল ভাবে চলতে পারত না। ছেলেটা খুব কষ্ট পাচ্ছিল।’’

 অস্ত্রোপচারের আগে সেই রোগী। নিজস্ব চিত্র

অস্ত্রোপচারের আগে সেই রোগী। নিজস্ব চিত্র

নিজস্ব সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ০৭ ডিসেম্বর ২০১৯ ০৩:৪৮
Share: Save:

বেঙ্গালুরু গিয়ে গলার টিউমারের চিকিৎসা করাতে সাত বছর আগে দশ কাঠা জমি বিক্রি করতে বাধ্য হন মুর্শিদাবাদের যুবক নিখিল মণ্ডল। পরীক্ষা-নিরীক্ষা করে তাঁকে জানানো হয়, গলার টিউমার মালিগন্যান্ট অর্থাৎ ক্যানসার। এর পরে মুম্বইয়ের বেসরকারি ক্যানসার হাসপাতালে ফের পরীক্ষা করানো হলে বেঙ্গালুরুর বেসরকারি হাসপাতালের বক্তব্য খারিজ হয়ে যায়। কিন্তু তত ক্ষণে চিকিৎসার জন্য জমি বিক্রির টাকা প্রায় শেষ। বাধ্য হয়ে অস্ত্রোপচার না করেই বাড়ি ফিরে আসে যুবকের পরিবার। সাত বছর কার্যত কোনও চিকিৎসা না-হওয়ায় গলার মাংসপিণ্ড বৃহৎ আকার ধারণ করেছিল। গলা থেকে প্রায় ১০ কিলোগ্রাম ওজনের সেই টিউমার অস্ত্রোপচারের মাধ্যমে বার করে যুবকের পরিবারের মুখে হাসি ফোটাল এসএসকেএমের ‘ইনস্টিটিউট অব অটোরাইনোল্যারিঙ্গোলজি’।

বৃহস্পতিবার যুবকের কাকা সনাতন মণ্ডল বলেন, ‘‘গলার টিউমারের ভারে ভাইপো ভাল ভাবে চলতে পারত না। ছেলেটা খুব কষ্ট পাচ্ছিল।’’ অস্ত্রোপচার সহজ ছিল না। অঙ্কোলজি সার্জন সৌরভ দত্ত, চিকিৎসক হর্ষ ধর, সৌমিক বসুদের বক্তব্য অন্তত সে রকমই। শরীরে যে রক্তবাহী নালীর মাধ্যমে মস্তিষ্ক, ঘাড়, গলায় রক্ত পৌঁছয়, তার নাম ক্যারোটিড আর্টারি। আবার মস্তিষ্ক থেকে যে রক্তবাহী নালী রক্ত সংগ্রহ করে তাকে বলে ইন্টারনাল জুগুলার শিরা। চিকিৎসক সৌরভ জানান, ক্যারোটিড আর্টারি এবং ইন্টারনাল জুগুলার শিরার মাঝে টিউমারটি ছিল। ফুসফুস, অন্ত্র, লিভার, হৃৎপিণ্ড, ফুসফুসে খবরাখবর যে স্নায়ুর মাধ্যমে মস্তিষ্কে পৌঁছয়, সেই ভেগাস স্নায়ু টিউমারের ভারে তিন গুণ লম্বা হয়ে গিয়েছিল। চিকিৎসক বলেন, ‘‘টিউমার ক্যারোটিড আর্টারি যে ভাবে চারপাশ থেকে ঘিরে রেখেছিল তাতে সাধারণত অস্ত্রোপচারের সিদ্ধান্ত নেওয়া কঠিন হয়। যুবকের কথা ভেবে এটা করতে পেরে ভাল লাগছে।’’

‘ইনস্টিটিউট অব অটোরাইনোল্যারিঙ্গোলজি’র বিভাগীয় প্রধান অরুণাভ সেনগুপ্তের কথায়, ‘‘এ ধরনের টিউমার সচরাচর দেখা যায় না। সব দিক বাঁচিয়ে চিকিৎসকেরা যে ভাবে সফল অস্ত্রোপচার করেছেন তা প্রশংসনীয়।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Health SSKM Tumor Operation
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE