Advertisement
০৫ মে ২০২৪

শহরের পথে জ্বলন্ত গাড়ি, রক্ষা চালকের

শুক্রবার দুপুর ১টা নাগাদ, আমহার্স্ট স্ট্রিটের হৃষিকেশ পার্ক এলাকার ঘটনা। দমকলের একটি ইঞ্জিন পৌঁছে আগুন নেভায়। পোড়া গাড়িটিকে সরায় পুলিশ। তবে এর জেরে আমহার্স্ট স্ট্রিটে যানজট তৈরি হয়। ঘণ্টাখানেক পরে পরিস্থিতি স্বাভাবিক হয়।

জ্বলন্ত: এ ভাবেই হঠাৎ দাউদাউ করে আগুন ধরে যায় চলন্ত গাড়িতে। শুক্রবার, আমহার্স্ট স্ট্রিটে। নিজস্ব চিত্র

জ্বলন্ত: এ ভাবেই হঠাৎ দাউদাউ করে আগুন ধরে যায় চলন্ত গাড়িতে। শুক্রবার, আমহার্স্ট স্ট্রিটে। নিজস্ব চিত্র

নিজস্ব সংবাদদাতা
শেষ আপডেট: ১০ মার্চ ২০১৮ ০২:৪৯
Share: Save:

পিছনের অংশে আগুন জ্বলছে। আর তা নিয়েই রাস্তায় ছুটছে গাড়ি। পথচলতি মানুষেরা চেঁচাচ্ছেন, ‘‘থামান থামান। আগুন লেগেছে।’’ সেই চিৎকারে হুঁশ ফেরে চালকের। কোনও মতে গাড়ি থামিয়ে বেরিয়ে আসেন তিনি।

শুক্রবার দুপুর ১টা নাগাদ, আমহার্স্ট স্ট্রিটের হৃষিকেশ পার্ক এলাকার ঘটনা। দমকলের একটি ইঞ্জিন পৌঁছে আগুন নেভায়। পোড়া গাড়িটিকে সরায় পুলিশ। তবে এর জেরে আমহার্স্ট স্ট্রিটে যানজট তৈরি হয়। ঘণ্টাখানেক পরে পরিস্থিতি স্বাভাবিক হয়।

গাড়ির মালিক ঝামাপুকুরের বাসিন্দা অঞ্জন বসু জানান, গাড়িটি তাঁর স্ত্রী দীপার নামে রয়েছে। তিনি গাড়িতে তেল ভরিয়ে মানিকতলা থেকে ফিরছিলেন। তাঁর দাবি, গড়পাড়ের কাছে স্পিড ব্রেকারে গাড়ির নীচে ধাক্কা লাগে। তার পর থেকেই গাড়িতে আওয়াজ হচ্ছিল। তাঁর কথায়, ‘‘হঠাৎ দেখি লোকজন চেঁচাচ্ছে। বুঝলাম গাড়িতে আগুন লেগেছে। কিন্তু, গাড়ি থামছিল না। কোনও মতে লাথি মেরে দরজা খুলি।’’ অঞ্জনবাবুর পায়ে চোট লেগেছে। পুড়ে গিয়েছে চোখের পাতাও। পুলিশ জানায়, গাড়িটির অবস্থা কী ছিল, খতিয়ে দেখা হচ্ছে।

অন্য দিকে, বৃহস্পতিবার গভীর রাতে বিদ্যাসাগর সেতুর উপরেও একটি টায়ার ভর্তি চলন্ত মালবাহী গাড়িতে আগুন ধরে যায়। পুলিশ জানায়, গাড়িটি হাওড়ার দিকে যাচ্ছিল। প্রথমে সেটির ইঞ্জিন থেকে ধোঁয়া বেরোতে দেখা যায়। এর পরেই সেতুর উপরে দাউদাউ জ্বলতে থাকে গাড়িটি। চালক ও খালাসি কোনও মতে নেমে পড়ায় জখম হননি। দমকলের দু’টি ইঞ্জিন এক ঘণ্টায় আগুন নেভায়।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Accident Fire
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE