Advertisement
০৪ মে ২০২৪
E-nugget gaming fraud

ই-নাগেটসকাণ্ডে আবার শহরে ইডির হানা! মঙ্গলবার সকালে ভবানীপুর এলাকায় চলছে তল্লাশি

ইডি সূত্রে জানা গিয়েছে, ক্রিপ্টোকারেন্সি সংক্রান্ত কিছু লেনদেনের খোঁজ পেয়েছেন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকেরা। আর সেই সূত্র ধরেই ইডি অভিযান চালাচ্ছে বলে খবর।

ED raids in some of the Bhowanipore area in E-nugget gaming fraud.

মঙ্গলবার সাতসকালে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)-এর হানা কলকাতার ভবানীপুর এলাকায়। নিজস্ব চিত্র।

নিজস্ব সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ২৮ ফেব্রুয়ারি ২০২৩ ১০:০১
Share: Save:

ই-নাগেটসকাণ্ডে মঙ্গলবার সাতসকালে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)-এর হানা কলকাতার ভবানীপুর এলাকায়। পিজি হাসপাতালের পিছনের দিকে একটি জায়গায় এই তল্লাশি অভিযান চালানো হচ্ছে বলে ইডি সূত্রে খবর। ইডি সূত্রে জানা গিয়েছে, ক্রিপ্টোকারেন্সি সংক্রান্ত কিছু লেনদেনের খোঁজ পেয়েছেন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকেরা। আর সেই সূত্র ধরেই ইডি অভিযান চালাচ্ছে।

গত বছরের সেপ্টেম্বরে শহরে মোবাইল গেমিং অ্যাপের মাধ্যমে আর্থিক প্রতারণার অভিযোগের তদন্তে নামে ইডি। ১০ সেপ্টেম্বর গার্ডেনরিচের শাহি আস্তাবল গলি, পার্ক স্ট্রিট, মোমিনপুরের বন্দর এলাকা, নিউটাউন-সহ শহরের ছ’টি জায়গায় অভিযান চালায় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাটি।

কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা দাবি করে, শাহি আস্তাবল রোডের বাসিন্দা আমির খান ‘ই-নাগেটস’ নামে একটি গেমিং অ্যাপ তৈরি করে কোটি কোটি টাকা প্রতারণা করেছেন। মূল অভিযুক্ত আমিরের বাড়ি থেকে ১৭ কোটি ৩২ লক্ষ নগদ উদ্ধার হয়। এ ছাড়া ১৩ কোটি ৫৬ লক্ষ টাকার ক্রিপ্টো মুদ্রাও বাজেয়াপ্ত করে ইডি। পিএমএলএ আইনে মামলা শুরু হয়। পরে পলাতক আমিরকে উত্তরপ্রদেশের গাজ়িয়াবাদ থেকে গ্রেফতার করে কলকাতা পুলিশ।

এর পরেই ইডির হাতে গ্রেফতার হন আমির ঘনিষ্ঠ রুমেন আগরওয়াল। তাঁর বাড়ি থেকে তল্লাশি চালিয়ে উদ্ধার হয় নগদ ১ কোটি ৬৫ লক্ষ টাকা এবং ৪৪.৫টি বিটকয়েন (সেই সময় ভারতীয় মুদ্রায় যার বিনিময়মূল্য ছিল ৭ কোটি ১২ লক্ষ টাকা)। পরে অভিযান চালিয়ে ১৫০.২২ বিটকয়েনও বাজেয়াপ্ত করা হয়। ভারতীয় মুদ্রায় যার বিনিময় মূল্য ২২ কোটি ৮২ লক্ষ টাকা। এখনও পর্যন্ত এই প্রতারণাকাণ্ডে ৬৮ কোটি ৪২ লাখ টাকা উদ্ধার করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা।

আমির এবং রুমেন ছাড়াও ই-নাগেটসকাণ্ডে বিক্রম সিংহ গান্ধী নামেও এক অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছিল।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Gaming Online fraud Aamir Khan
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE