শহরের বিমানবন্দরে দু’দিন ধরে মহড়া দিয়ে গেল ভারতীয় বায়ুসেনার বিমান। বিমানবন্দর সূত্রের খবর, জরুরি কোনও পরিস্থিতি দেখা দিলে যাতে কলকাতা বিমানবন্দরকে নিয়মিত ব্যবহার করা যায়, তার জন্যই এই মহড়া।
যদিও বায়ুসেনা সূত্রের খবর, এই মহড়ার কোনও বিশেষ কারণ নেই। বায়ুসেনার পাইলটদের প্রশিক্ষণের অঙ্গ হিসেবেই বিভিন্ন অসামরিক বিমানবন্দরে উড়ান ও অবতরণের মহড়া দেওয়া হয়। কারণ, আপৎকালীন পরিস্থিতি বা বিশেষ অবস্থায় এই বিমানবন্দরে যুদ্ধবিমান নিয়ে ওঠানামা করতেই হয়। তাই পূর্বাঞ্চলের ছ’টি বিমানবন্দরে হক যুদ্ধবিমান (কলাইকুন্ডা ঘাঁটিতে থাকা এই বিমান দিয়ে মূলত প্রশিক্ষণ হয়) দিয়ে এই মহড়া হচ্ছে।
সূত্রের খবর, কলকাতা ছাড়া অন্ডাল ও উত্তর-পূর্ব ভারতের পাসিঘাট, তেজু, গুয়াহাটি-সহ ছ’টি বিমানবন্দরেও এই প্রশিক্ষণ হয়েছে। সূত্রের দাবি, বর্তমানে চিন সীমান্তে উত্তেজনা রয়েছে। সে বিষয়টি মাথায় রাখলে এই ধরনের মহড়া বিশেষ গুরুত্বপূর্ণ।