শহরে ফের অগ্নিকাণ্ড। মঙ্গলবার বিকেলে তিলজলায় ৪২ নম্বর বাস স্ট্যান্ডের কাছে জুতোর গুদামে আগুন লাগে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছেছে দমকলের ১০টি ইঞ্জিন। আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা চলছে।
আরও পড়ুন:
তিলজলার ৪ নম্বর সাপগাছি ফার্স্ট লেনে রয়েছে একটি বহুতল। সেই পাঁচতলা ফ্ল্যাটের দ্বিতীয় তলে রয়েছে কারখানাটি। সেখানে বিকেল ৫টা নাগাদ আগুন লাগার খবর মেলে। দমকল সূত্রে জানা গিয়েছে, কারখানায় কেউ আটকে নেই। খবর পেয়ে প্রথমে ঘটনাস্থলে পৌঁছয় দমকলের ৫টি ইঞ্জিন। আগুন ক্রমে নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ায় সেখানে পাঠানো হয় দমকলের আরও ৫টি ইঞ্জিন। কারখানার ভিতরে ঢুকে আগুন নেভানোর চেষ্টা করেন দমকলকর্মীরা। শেষ পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে আসে।