Advertisement
০৩ মে ২০২৪

কারখানায় আগুন, অভিযুক্ত তৃণমূল কর্মী

একটি রিকশায় এবং একটি কারখানায় আগুন লাগার ঘটনায় নাম জড়িয়ে গেল এক তৃণমূল কর্মীর। মঙ্গলবার, সোদপুর মিলনগড়ের ঘটনা। অভিযোগের তির তৃণমূলের স্থানীয় কর্মী সুমন দে-র দিকে।

নিজস্ব সংবাদদাতা
শেষ আপডেট: ০৪ এপ্রিল ২০১৮ ০১:৫৪
Share: Save:

একটি রিকশায় এবং একটি কারখানায় আগুন লাগার ঘটনায় নাম জড়িয়ে গেল এক তৃণমূল কর্মীর। মঙ্গলবার, সোদপুর মিলনগড়ের ঘটনা। অভিযোগের তির তৃণমূলের স্থানীয় কর্মী সুমন দে-র দিকে।
ঘোলা থানায় অভিযোগ দায়ের হয়েছে। তবে পুলিশ জানিয়েছে, ঘটনার পর থেকেই সুমন ফেরার। অভিযোগ, তাঁর দাবি মতো তোলা না দেওয়ায় এমনটা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ঘটনার সূত্রপাত বসন্ত উৎসবের সময়ে। মিলনগড়ের বাসিন্দা উত্তম দাসের অভিযোগ, ওই উৎসবের জন্য সুমন ও তার সঙ্গীরা তাঁর কাছ থেকে আড়াই হাজার টাকা চাঁদা চেয়েছিল। দিতে রাজি না হওয়ায় তাঁকে বেধড়ক মারধর করে তারা। ঘোলা থানায় সুমনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন উত্তম। তাঁর আরও অভিযোগ, ঘটনার পর থেকেই সুমন তাঁকে অভিযোগ তুলে নেওয়ার জন্য হুমকি দিচ্ছিল।

পুলিশ জানিয়েছে, উত্তমের বাড়ির একটি ঘর ভাড়া নিয়ে হোসিয়ারি দ্রব্যের কারখানা করেছিলেন কুশল দাস নামে এক ব্যক্তি। মঙ্গলবার দুপুরে কারখানার সামনে দাঁড়িয়ে থাকা একটি রিকশায় আচমকা আগুন ধরে যায়। সেখান থেকে তা ছড়িয়ে পড়ে কারখানার ঘরটিতে। দমকল আসার আগে স্থানীয় বাসিন্দারাই অবশ্য আগুন নিভিয়ে ফেলেন।

এর পরেই সুমনের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দায়ের করেন উত্তম। প্রাথমিক তদন্তে পুলিশের সন্দেহ, কেউ বা কারা রিকশায় আগুন লাগিয়ে দিয়েছিল। স্থানীয় তৃণমূল কাউন্সিলর সুভাষ চক্রবর্তীও ঘটনার তদন্তের দাবি জানিয়েছেন।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Fire Factory TMC
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE