আবার কলকাতায় অগ্নিকাণ্ড। শনিবার দুপুরে বেকবাগানের একটি বহুতলে আগুন লাগে। কী ভাবে আগুন লাগল, তা এখনও স্পষ্ট নয়। ঘণ্টা কয়েকের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন দমকলকর্মীরা।
জানা গিয়েছে, শনিবার দুপুরে বেকবাগান এলাকার এজেসি বোস রোডের একটি বহুতলে আগুন লাগার ঘটনা ঘটে। ওই বহুতলের পাঁচতলার একটি ঘর থেকেই আগুন ছড়ায়। ওই বহুতলে বেশ কয়েকটি অফিস ছিল। সেগুলির মধ্যেই একটিতে দুর্ঘটনা। ওই অফিসের একাধিক এসি মেশিন পুড়ে ছাই হয়ে যায়। দুপুর ২টো ৫৫ মিনিট নাগাদ আগুন লাগার খবর যায় দমকলের কাছে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছোয় একের পর এক দমকলের ইঞ্জিন। দমকলের আটটি ইঞ্জিন আগুন নিয়ন্ত্রণে আনে। অগ্নিকাণ্ডের জেরে এজেসি বোস রোডে যানজটের সৃষ্টি হয়েছিল। পরে ট্রাফিক পুলিশের তৎপরতায় যানজট মুক্ত হয় ওই এলাকা।
কী ভাবে ওই অফিসে আগুন লাগল, তা এখনও স্পষ্ট নয়। দমকলকর্মীদের অনুমান, শর্ট সার্কিট থেকেই আগুন লাগতে পারে। পরে তা ছড়িয়ে পড়ে ওই অফিসের অন্যত্র। তবে আগুন নিয়ন্ত্রণ আনার পরই আগুন লাগার কারণ নিয়ে তদন্ত করে দেখা হবে বলে জানান দমকলের এক উচ্চপদস্থ অফিসার। রবিবার ফরেন্সিক দলের যাওয়ার কথা। আগুন নিয়ন্ত্রণে আনতে এজেসি বোস উড়ালপুলের উপর থেকে দমকলকর্মীরা ওই বহুতলে জল ছেটাচ্ছেন। এ ছাড়া, ওই বহুতলের পাশের বহুতলের উপর উঠেও আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছেন দমকলকর্মীরা। এখনও পর্যন্ত হতাহতের কোনও খবর মেলেনি।
আরও পড়ুন:
চলতি মাসেই কলকাতায় পর পর বেশ কয়েকটি আগুন লাগার ঘটনা প্রকাশ্যে আসে। কখনও সল্টলেক, আবার কখনও নিউ টাউন। দিন কয়েক আগেই বড়বাজার এলাকার মেছুয়াবাজারের এক হোটেলে আগুন লাগার ঘটনায় ১৪ জনের মৃত্যু হয়। তাঁদের বেশির ভাগই দমবন্ধ হয়ে মারা যান। সেই ঘটনায় এখনও পর্যন্ত কয়েক জনকে গ্রেফতার করেছে পুলিশ। সেই ঘটনার রেশ কাটতে না কাটতেই আবার শহরে অগ্নিকাণ্ড।