কলকাতায় ভিড়ের লড়াইয়ে বড়দিনকেও টেক্কা দিল ১ জানুয়ারি। কনকনে ঠান্ডা সহ্য করেই বছরের প্রথম দিনে শহর জুড়ে উদ্যাপনের আমেজ। কেউ ভিড় করলেন চিড়িয়াখানায়, কেউ সপরিবার চলে গেলেন ইকো পার্ক। সকাল থেকে শহরের দর্শনীয় স্থানগুলিতে উৎসাহী জনতার ভিড় লেগে ছিল। দিনের শেষে পরিসংখ্যান বলছে, বড়দিনের চেয়েও বেশি মানুষ ১ জানুয়ারি উদ্যাপন করতে বেরিয়েছিলেন শহরে। ভিড় হয়েছে মূলত ছ’টি জায়গায়। জনপ্রিয়তায় তাদের মধ্যেও হাড্ডাহাড্ডি লড়াই!
বড়দিনের ভিড়ে বাকিদের ছাপিয়ে গিয়েছিল ইকো পার্ক। ৫০,৭০০ জন সে দিন ইকো পার্কে গিয়েছিলেন। কিন্তু ১ জানুয়ারির পরিসংখ্যান বলছে, ইকো পার্কে গিয়েছেন ৬৬,৪৯৪ জন! বড়দিনের চেয়ে প্রায় ১৬ হাজার বেশি! এ ক্ষেত্রেও অবশ্য শহরের বাকি জায়গাগুলিকে পিছনে ফেলে ইকো পার্কই ‘ফার্স্ট বয়’ হয়ে উঠেছে। অন্যেরা তার ধারেকাছে নেই। প্রতি দিন সকাল ১১টায় ইকো পার্কের দরজা খোলে। বন্ধ হয় সন্ধ্যা সাড়ে ৭টায়। টিকিট কাটা যায় ৭টা পর্যন্ত। অনেকের মতে, ইকো পার্ক অনেকটা জায়গা জুড়ে বিস্তৃত হওয়ায় এখানে ভিড়ও বেশি হয়।
আরও পড়ুন:
ভিড়ের নিরিখে দ্বিতীয় স্থানে অবশ্যই চিড়িয়াখানা। বড়দিনে সেখানে দিনভর ৪৪,৬৫৪ জন ভিড় করেছিলেন। বছরের প্রথম দিনে চিড়িয়াখানার জনসমাগম ৫০ হাজার ছাড়িয়ে গিয়েছে। মোট ৫২,৩৪১ জন ১ জানুয়ারি চিড়িয়াখানায় কাটিয়েছেন। বড়দিনের চেয়ে প্রায় আট হাজার বেশি। সাধারণত বৃহস্পতিবার বাদে প্রতি দিন সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত চিড়িয়াখানা খোলা থাকে। ১ জানুয়ারি বৃহস্পতিবার হলেও এ ক্ষেত্রে নিয়মে ব্যতিক্রম হয়েছে।
কলকাতায় ১ জানুয়ারির ভিড়ে তৃতীয় ভিক্টোরিয়া। সেখানে গিয়েছিলেন ৩৬,৭০০ জন। বড়দিনের চেয়ে অন্তত দু’হাজার বেশি। শীতে পিকনিকের জন্য অনেকেই ভিক্টোরিয়াকে বেছে নেন। ফলে এই সময় প্রায় প্রতি দিনই ভিক্টোরিয়ায় ভিড় হচ্ছে। বড়দিনের মতো ১ জানুয়ারিতেও ভিক্টোরিয়ার ভিতরের জাদুঘর খোলা ছিল না। বাগানে ভিড় করেছিলেন মানুষ।
বিজ্ঞানে উৎসাহীরা অনেকেই বছরের প্রথম দিন কাটিয়েছেন সায়েন্স সিটিতে। বৃহস্পতিবার সেখানে মোট ২৪,৮৫৮টি টিকিট বিক্রি হয়েছে, ভিড়ের নিরিখে যা শহরে চতুর্থ। বড়দিনে সায়েন্স সিটিতে ২২,৩১৬ জন গিয়েছিলেন। অর্থাৎ, এখানেও ১ জানুয়ারি টেক্কা দিয়েছে ২৫ ডিসেম্বরকে।
ভিড়ের হিসাবে পঞ্চম এবং ষষ্ঠ যথাক্রমে জাদুঘর ও নিক্কোপার্ক। জাদুঘরের ক্ষেত্রে কিছুটা উলটপুরাণ দেখা গিয়েছে। বড়দিনের চেয়ে ১ জানুয়ারির ভিড় কিছুটা কম ছিল সেখানে। বৃহস্পতিবার জাদুঘরে ভিড় করেছিলেন ৭,৩৬৬ জন। বড়দিনে ভিড় হয়েছিল ৭,৯৭৯ জনের। এ ছাড়া, নিক্কো পার্কে বড়দিনের মতো বছরের প্রথম দিনেও কমবেশি পাঁচ হাজার মানুষের ভি়ড় হয়েছিল। পরিসংখ্যানে দেখা যাচ্ছে, প্রায় ৩০ হাজারের ব্যবধানে বড়দিনকে হারিয়েছে ১ জানুয়ারি। বড়দিনে ছ’টি জায়গায় মোট দর্শনার্থী ছিলেন ১,৬৪,৮০০ জন। ১ জানুয়ারি তা বে়ড়ে হয়েছে ১,৯২,৭৫৯ জন।
এ ছাড়াও শহরের অনেক জনপ্রিয় কেন্দ্রে বছরের প্রথম দিন উদ্যাপন করেছে উৎসাহী জনতা। অনেকে শহরের বাইরেও ঘুরতে গিয়েছিলেন। বাড়তি ভিড় হয়েছে খাবারের দোকানগুলিতে।