Advertisement
১০ মে ২০২৪

ভিসা জটে ক্ষুব্ধ চিনা কনস্যুলেট

বৃহস্পতিবার ভারত-চিন বৌদ্ধ সংস্কৃতি বিনিময় সংক্রান্ত সম্মেলনের পরে মা ঝানউ সাংবাদিকদের কাছে অভিযোগ করেন, ‘শ্রীযুক্ত উ’ বলে এক চিনা ব্যবসায়ী গত ১ মার্চ ভারতে ঢোকার বৈধ ভিসা, পাসপোর্ট-সহ কলকাতায় এসেছিলেন।

চিনের কনসাল জেনারেল মা ঝানউ।

চিনের কনসাল জেনারেল মা ঝানউ।

নিজস্ব সংবাদদাতা
শেষ আপডেট: ১৬ মার্চ ২০১৮ ০২:১৫
Share: Save:

বন্ধুত্বের হাত বাড়ানোর অনুষ্ঠানেও চাপা থাকল না ক্ষোভ। এ দেশে চিনা নাগরিকদের আসা যাওয়ায় বিদেশ মন্ত্রক বারবার বাধা দিচ্ছেন বলে অভিযোগ করলেন কলকাতায় চিনের কনসাল জেনারেল মা ঝানউ।

বৃহস্পতিবার ভারত-চিন বৌদ্ধ সংস্কৃতি বিনিময় সংক্রান্ত সম্মেলনের পরে মা ঝানউ সাংবাদিকদের কাছে অভিযোগ করেন, ‘শ্রীযুক্ত উ’ বলে এক চিনা ব্যবসায়ী গত ১ মার্চ ভারতে ঢোকার বৈধ ভিসা, পাসপোর্ট-সহ কলকাতায় এসেছিলেন। কিন্তু বিমানবন্দরে অভিবাসন দফতর তাঁকে ঢুকতে দেয়নি। মা বলেন, ‘‘আমি রাজ্য শিল্পোন্নয়ন নিগমকে বারবার ফোন করি। কিন্তু তাঁরা বলেন, বিষয়টি পুরোপুরি বিদেশ মন্ত্রকের হাতে।’’ ওই দিন বিমানবন্দরে আটকে থেকে খাবারদাবার না-পেয়ে ওই চিনা ব্যবসায়ী দুর্ভোগের শিকার হন বলে কনসাল জেনারেলের অভিযোগ।

কেন্দ্রীয় সূত্রের দাবি, ওই ব্যবসায়ীর কলকাতা আসার কারণ স্পষ্ট নয়। তাই তাঁকে ফেরত পাঠানো হয়েছে। তবে বৌদ্ধ সম্মেলনের সঙ্গে তিনি জড়িত থাকতে পারেন বলেও কেন্দ্রের সন্দেহ। চিনা প্রেসিডেন্টের সাধের ‘বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ’নিয়ে আপত্তি দিল্লির। হিউয়েন সাঙের সফরের পথ স্মরণ করিয়ে চিন ‘বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ’ প্রসঙ্গ খুঁচিয়ে তুলছে বলেই এ দেশের বিদেশ মন্ত্রকের অভিযোগ।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Ma Zhanwu Chinese Consulate Visa Chinese citizens
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE