Advertisement
০৫ মে ২০২৪

প্রতারণার অভিযোগের তদন্তে সল্টলেকে জার্মান দল

প্রতারণার অভিযোগের তদন্ত করতে সল্টলেকের পাঁচ নম্বর সেক্টরে এল জার্মানির একটি তদন্তকারী দল। বুধবার রাত থেকে দফায় দফায় তাঁরা সল্টলেকের পাঁচ নম্বর সেক্টরে একটি বিপিও সংস্থায় তল্লাশি চালাচ্ছেন।

নিজস্ব সংবাদদাতা
শেষ আপডেট: ১৭ মার্চ ২০১৬ ১৮:২৩
Share: Save:

প্রতারণার অভিযোগের তদন্ত করতে সল্টলেকের পাঁচ নম্বর সেক্টরে এল জার্মানির একটি তদন্তকারী দল। বুধবার রাত থেকে দফায় দফায় তাঁরা সল্টলেকের পাঁচ নম্বর সেক্টরে একটি বিপিও সংস্থায় তল্লাশি চালাচ্ছেন। বৃহস্পতিবারও দিনভর সেই কাজ করেছেন বিদেশি তদন্তকারীরা। তাঁদের সঙ্গে সহযোগিতা করছেন বিধাননগর ও সিআইডির সাইবার শাখার তদন্তকারীরা।

পুলিশ সূত্রের খবর, জার্মানিতে একাধিক বাসিন্দাকে অনলাইনে টেক্সট সাপোর্ট দেওয়ার নাম করে লক্ষ লক্ষ টাকা নিয়েছে একটি সংস্থা। সেই প্রতারণার অভিযোগের তদন্তে সল্টলেকের পাঁচ নম্বর সেক্টরের একটি সংস্থার নাম উঠে আসে।

তদন্তের জন্য ভারতীয় দূতাবাসের সহায়তায় রাজ্য প্রশাসনের সঙ্গে যোগাযোগ করেন সেখানকার তদন্তকারীরা। তবে অভিযোগের গভীরতা বুঝে বিধাননগরেও একটি অভিযোগ দায়ের করা হতে পারে বলে বিধাননগর পুলিশ সূত্রের খবর।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

bpo sector 5 german team investigation
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE