Advertisement
১৮ এপ্রিল ২০২৪

পুরকর্মীদের স্বাস্থ্যবিমা

অবশেষে পুরকর্মীদের স্বাস্থ্য বিমা প্রকল্পের আওতায় নিয়ে এল বিধাননগর পুরসভা। বৃহস্পতিবার পুরকর্মীদের হাতে স্বাস্থ্যবিমার কার্ড তুলে দেওয়া হয়। পুরকর্তারা জানান, ২০১৬ অর্থবর্ষেই পুরকর্মীদের বিমা প্রকল্পের আওতায় আনার সিদ্ধান্ত হয়েছিল। তা চূড়ান্ত হয়েছে।

নিজস্ব সংবাদদাতা
শেষ আপডেট: ২১ এপ্রিল ২০১৭ ০১:০৫
Share: Save:

অবশেষে পুরকর্মীদের স্বাস্থ্য বিমা প্রকল্পের আওতায় নিয়ে এল বিধাননগর পুরসভা। বৃহস্পতিবার পুরকর্মীদের হাতে স্বাস্থ্যবিমার কার্ড তুলে দেওয়া হয়।

পুরকর্তারা জানান, ২০১৬ অর্থবর্ষেই পুরকর্মীদের বিমা প্রকল্পের আওতায় আনার সিদ্ধান্ত হয়েছিল। তা চূড়ান্ত হয়েছে। ১৯৮৬ জন পুরকর্মীকে এই প্রকল্পের আওতায় আনা হয়েছে। পুরসভা সূত্রে খবর, প্রকল্পে দেড় লক্ষ টাকার স্বাস্থ্যবিমা করা হয়েছে। যেখানে প্রিমিয়ামের ক্ষেত্রে পুরকর্মীরা যতটা দেবেন, পুরপ্রশাসনও ততটা দেবে। ৩০০ মহিলা পুরকর্মীও প্রকল্পের সুবিধা পাবেন। মাতৃত্বকালীন স্বাস্থ্য পরিষেবার সুযোগ নিতে পারবেন ওই মহিলা পুরকর্মীরা। সে ক্ষেত্রে একটি অংশের ব্যয় তাঁদের বহন করতে হবে। বাকি ভার বহন করবে পুরসভা। তবে ১১৭২ জন ঠিকা কর্মী বা অস্থায়ী চুক্তি ভিত্তিক পুরকর্মীরা প্রকল্পের আওতায় নেই। তাঁদের স্বাস্থ্যসাথী প্রকল্পের আওতায় আনা হবে বলে জানান মেয়র পারিষদ দেবাশিস জানা।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE