Advertisement
E-Paper

সঙ্কট না কাটলেও স্থিতিশীলই রয়েছে অভিজিতের শারীরিক অবস্থা! হাসপাতালে দেখা করে এলেন শুভেন্দু

মঙ্গলবার হাসপাতালের তরফে জানানো হয়েছে, অভিজিতের শারীরিক অবস্থা একই রকম রয়েছে। নতুন করে অবনতি হয়নি। স্থিতিশীল রয়েছেন তিনি।

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ১৭ জুন ২০২৫ ১৪:২৪
Health update of Abhijit ganguly on Tuesday

হাসপাতালে অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের সঙ্গে দেখা করতে যান বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। —নিজস্ব চিত্র।

সঙ্কট না কাটলেও এখন স্থিতিশীলই রয়েছেন বিজেপি সাংসদ তথা কলকাতা হাই কোর্টের প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। মঙ্গলবার সকালে এমন জানাচ্ছে হাসপাতাল। গত চার দিন ধরে চিকিৎসাধীন তিনি। হাসপাতালের তরফে আগেই জানানো হয়েছিল, ‘গ্যাস্ট্রোইন্টেস্টিন্যাল সেপসিস’ রোগে ভুগছেন অভিজিৎ। বর্তমানে আইসিইউয়ে রেখেই তাঁর চিকিৎসা করছেন চিকিৎসকেরা।

মঙ্গলবার হাসপাতালের তরফে জানানো হয়েছে, অভিজিতের শারীরিক অবস্থা একই রকম রয়েছে। নতুন করে অবনতি হয়নি। স্থিতিশীল রয়েছেন তিনি। সিটি স্ক্যান, কার্ডিওগ্রাফি-সহ বিভিন্ন শারীরিক পরীক্ষা করা হয়েছে অভিজিতের। এই সব ক্ষেত্রে দীর্ঘ চিকিৎসার দরকার পড়ে। সেই কারণে এখন হাসপাতালে রেখেই চিকিৎসা চালানো হবে।

গত শনিবার পেটে ব্যথা এবং বমি হচ্ছিল অভিজিতের। রাতের দিকে তাঁর শারীরিক অবস্থা দেখে হাসপাতালে নিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেয় পরিবার। রাতে ভর্তি করানো হয় আলিপুরের একটি মাল্টিস্পেশ্যালিটি হাসপাতালে। তখনই প্যানক্রিয়াটাইটিসের লক্ষণের আশঙ্কা করেছিলেন চিকিৎসকেরা। শারীরিক পরীক্ষার পর প্যানক্রিয়াটাইটিস ধরা পড়ে। একই সঙ্গে ‘গ্যাস্ট্রোইন্টেস্টিন্যাল সেপসিস’ রোগেও আক্রান্ত অভিজিৎ।

মঙ্গলবার হাসপাতালে তমলুকের সাংসদের সঙ্গে দেখা করতে যান বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। বেশ কিছু ক্ষণ তিনি অভিজিতের সঙ্গে কথা বলেন। তাঁর সঙ্গে ছিলেন অর্জুন সিংহ। হাসপাতাল থেকে বেরিয়ে শুভেন্দু বলেন, ‘‘আমাদের সঙ্গে অভিজিৎবাবু ভাল কথা বললেন। চিকিৎসা ভালই হচ্ছে। অভিজিৎবাবু নিজেই জানালেন তিনি এখন অনেকটা সুস্থ আছেন। কিছু সমস্যা তো রয়েছে।’’ তার পরেই শুভেন্দু জানান, প্রধানমন্ত্রীর দফতর থেকেও অভিজিতের শারীরিক অবস্থা সম্পর্কে খোঁজখবর নেওয়া হয়েছে। বিরোধী দলনেতা আশাবাদী, কয়েক সপ্তাহ বিশ্রাম নিয়ে সংসদের বাদল অধিবেশনে যোগ দিতে পারবেন তমলুকের সাংসদ।

Abhijit Ganguly Health Update Suvendu Adhikari
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy