আরও কিছু দিন ঝড়বৃষ্টি চলবে দক্ষিণবঙ্গে। অন্তত ১০টি জেলায় সতর্কতা জারি করেছে আলিপুর আবহাওয়া দফতর। সেই সঙ্গে উত্তরবঙ্গেও চলবে দুর্যোগ। উত্তরে এই মুহূর্তে দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু অত্যন্ত সক্রিয়। বেশ কিছু দিন সেখানে চলবে ভারী বৃষ্টি।
হাওয়া অফিস জানিয়েছে, সুস্পষ্ট নিম্নচাপ অঞ্চল এই মুহূর্তে দক্ষিণ-পশ্চিম বিহার এবং সংলগ্ন পূর্ব উত্তরপ্রদেশের উপরে রয়েছে। পাশাপাশি, সমুদ্রপৃষ্ঠ থেকে ৭.৬ কিলোমিটার উপরে দক্ষিণ-পশ্চিম দিকে ঝুঁকে রয়েছে ঘূর্ণাবর্ত। আগামী ২৪ ঘণ্টায় তা আরও পশ্চিম-উত্তর পশ্চিম দিকে সরে যাবে। এই নিম্নচাপ অঞ্চলের একেবারে মাঝ বরাবর গিয়েছে মৌসুমি অক্ষরেখা। তা পুরুলিয়া, কাঁথির উপর দিয়ে উত্তর-পূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত।
আরও পড়ুন:
পূর্বাভাস অনুযায়ী, বুধবার উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমানে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সতর্কতা রয়েছে। ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়াও বইতে পারে। বৃহস্পতিবার ঝড়বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে ঝাড়গ্রাম, পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়ায়। বর্ষা সক্রিয় থাকায় দক্ষিণবঙ্গের সব জেলাতেই বিক্ষিপ্ত ভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টি চলবে। তবে বৃহস্পতিবারের পর থেকে আপাতত আবহাওয়া সংক্রান্ত আর কোনও সতর্কতা জারি করা হয়নি দক্ষিণের জেলাগুলিতে। সমুদ্রে মৎস্যজীবীদের জন্য আলাদা করে কোনও সতর্কতা জারি করা হয়নি।
উত্তরবঙ্গে ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে। বুধবার কোচবিহার এবং মালদহ ছাড়া প্রতি জেলাতেই ভারী বর্ষণ হতে পারে। শনিবার থেকে আবার টানা বৃষ্টি চলবে। শনিবার দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহারে ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। রবিবার অতি ভারী বৃষ্টি হতে পারে দার্জিলিং, জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ারে। এই জেলাগুলিতে বৃষ্টি চলবে সোমবার পর্যন্ত।