মধ্য কলকাতার রাজকুমার বসু লেনে ভেঙে পড়ল একটি বাড়ি। ঘটনায় তিন জন আহত হয়েছেন। তাঁদের কলকাতা মেডিক্যাল কলেজে ভর্তি করানো হয়েছে। দমকল সূত্রে প্রাথমিক ভাবে জানা গিয়েছে, ওই বাড়িটি সংস্কারের কাজ শুরু হয়েছিল। বার বার বৃষ্টির কারণে সেই কাজ ব্যাহত হচ্ছিল। মঙ্গলবার দুপুরের বৃষ্টিতে বাড়িটি পুরোপুরি ভেঙে পড়ে।
গত কয়েক দিন ধরে টানা বৃষ্টি চলছে শহরে। সোমবার রাতে জানবাজারে ভেঙে পড়ে একটি বাড়ির একাংশ। পুরসভা ওই বাড়িকে বিপজ্জনক বলে চিহ্নিত করে। এর পরে মঙ্গলবার ভোরে নারকেলডাঙার রাজেন্দ্রলাল স্ট্রিটে একটি পরিত্যক্ত বাড়ি ভেঙে পড়ে। দুপুরে ভেঙে পড়ে রাজকুমার বসু লেনের সেই বাড়ি। স্থানীয় এক ব্যক্তি জানিয়েছেন, বিকট শব্দে বাড়িটি ভেঙে পড়ে। সেটি ভাঙার কাজ চলছিল। বাড়িতে উপস্থিত ছিলেন কয়েক জন শ্রমিক। তিন জন আহত হয়েছেন।
জুন মাসেই কলকাতার শ্রীনাথ দাস লেনে একটি পুরনো বাড়ির একাংশ ভেঙে পড়েছিল। স্থানীয় সূত্রে জানা গিয়েছিল, অনেক বছরের পুরনো ওই বাড়িটিতে প্রায় ২০০ জন ভাড়া থাকতেন। রবিবার মেরামতির কাজ চলছিল। তার মধ্যেই হুড়মুড় করে ভেঙে পড়ে বাড়ির একাংশ। জখম হন এক শ্রমিক।