নাগরিকদের সঙ্গে সরাসরি কথা বলতে রাস্তায় নামছেন হাওড়া পুরসভার কর্তারা। আজ, বুধবার থেকে পুর-কমিশনার নীলাঞ্জন চট্টোপাধ্যায় বালি-বেলুড় ও লিলুয়ায় ঘুরে নিকাশি, পানীয় জল ও রাস্তাঘাট সম্পর্কে বিভিন্ন অভিযোগ শুনবেন বলে পুরসভা সূত্রে খবর। পাশাপাশি, বালির প্রায় ৮০০টি মিউটেশনের অনুমোদন দীর্ঘ দিন ধরে আটকে আছে। নীলাঞ্জনবাবু বলেন, ‘‘মাত্র দু’দিনে সব মিউটেশনের অনুমোদন দেওয়া হয়েছে। নতুন আবেদনেও দ্রুত অনুমোদন মিলবে।’’ তবে বিষয়টি নিয়ে রাজনীতি হচ্ছে বলে অভিযোগ করে বালির প্রাক্তন চেয়ারম্যান অরুণাভ লাহিড়ী বলেন, ‘‘শেষ বোর্ড মিটিংয়েও আমরা মিউটেশনের অনুমোদন দিয়েছি। কমিশনার সেগুলিতেই সই করেছেন মাত্র।’’
নীলাঞ্জনবাবুর অবশ্য পাল্টা দাবি, ‘‘বোর্ড মিটিংয়ে পাশ হওয়া মানেই অনুমোদন দেওয়া নয়।’’ তাঁর দাবি, দু’বছর ধরে বালিতে যে সব কাজ জমে আছে, সেগুলিও যুদ্ধকালীন তৎপরতায় শেষ করা হচ্ছে।