Advertisement
১৮ মে ২০২৪

মারা গেলেন অসুস্থ চিনা যুবক

কলকাতা বিমানবন্দর সূত্রে খবর, ইথিওপিয়ান এয়ারলাইন্সের বিমানে বুধবার আদিস আবাবা থেকে চিকিৎসার জন্য চিনের সাংহাই যাচ্ছিলেন রুপিং।

ফাইল চিত্র।

ফাইল চিত্র।

নিজস্ব সংবাদদাতা শেষ আপডেট: ২৫ অগস্ট ২০১৭ ০৮:২০
Share: Save:

বিমানে আচমকা অসুস্থ হয়ে পড়ায় কলকাতায় নামিয়ে আনা হয়েছিল চিনের যুবক জি রুপিং-কে (৪২)। সেটা বুধবার সকালের ঘটনা। আর, বৃহস্পতিবার কলকাতার চার্নক হাসপাতালে মারা গেলেন রুপিং।

আপাতত দু’দিন রুপিংয়ের দেহ কলকাতাতেই থাকবে বলে জানা গিয়েছে। শুক্রবার রাতে চিন থেকে রুপিংয়ের আত্মীয়দের আসার কথা। চিনা দূতাবাসের পক্ষ থেকে অ্যালেন হন নামে এক ব্যক্তি হাসপাতাল, বিমানবন্দর ও বিমান সংস্থার সঙ্গে কথাবার্তা চালাচ্ছেন।

হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, বুধবার সকালে রুপিংকে হাসপাতালে ভর্তি করার পরে তাঁর সঙ্গী চিকিৎসক মিআও চ্যাংচুং চার্নকের চিকিৎসকদের জানান, রুপিং প্যাংক্রিয়াটাইটিসে ভুগছেন। কিন্তু, বুধবার পরীক্ষা করে শরীরের অন্যত্র বিভিন্ন সমস্যা পাওয়া যায় তাঁর। বুধবার রাত থেকেই দেহের অন্য অঙ্গ বিকল হতে শুরু করে।

আরও পড়ুন: রোগী নেই ৩ দিন, জানেই না মেডিক্যাল

আচমকা কলকাতায় নেমে আসা ওই পাঁচ জনের ভারতীয় ভিসা ছিল না। এ দেশে অস্থায়ী ভাবে থাকার জন্য তাঁদের ‘টেম্পোরারি ল্যান্ডিং পারমিট’ দেওয়া হয় অভিবাসন দফতরের তরফে। ঠিক হয়, রুপিং সুস্থ না হওয়া পর্যন্ত তাঁরা এখানেই থাকবেন। কিন্তু প্রশ্ন ওঠে, অসুস্থ রুপিংয়ের সঙ্গে তাঁর স্ত্রী, বড়জোর ভাই কলকাতায় থাকতেই পারেন। কিন্তু, বন্ধু মিআও এবং তাঁর স্ত্রী-ও কেন কলকাতায় থাকবেন? সেই মতো, বুধবার রাতেই তাই এয়ারওয়েজের উড়ানে ওই চিকিৎসক মিআও এবং তাঁর স্ত্রীকে দেশে ফেরত পাঠিয়ে দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার অ্যালেন জানান, আপাতত রুপিংয়ের দেহ থাকবে পিস হাভ্ন-এ। স্ত্রী ও ভাই কলকাতার হোটেলে থাকবেন। শুক্রবার তাঁর আর এক ভাই ও অন্য আত্মীয়দের আসার কথা। তার পরে রুপিংয়ের দেহ নিয়ে চিন ফিরে যাবেন তাঁরা।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Medical Death Chinese Boy চার্নক
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE